FIFA World Cup 2022: পড়াশোনার মাঝেই ফুটবল, বিশ্ববিদ্যালয়ে ঘেরা এডুকেশন সিটি স্টেডিয়াম

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 13, 2022 | 8:49 PM

জ্ঞান বিজ্ঞান চর্চা, নতুন উদ্ভাবনের পীঠস্থানের মাঝেই এবারের ফুটবলের বিশ্বযুদ্ধ বসতে চলেছে এখানে। প্রথম ম্যাচে এই স্টেডিয়ামে ২২ নভেম্বর মুখোমুখি হচ্ছে ডেনমার্ক ও তিউনেশিয়া।

দোহার ৭ কিলোমিটার উত্তর পূর্বে আল রায়ান শহরে এডুকেশন সিটি স্টেডিয়াম। কাতারের জ্ঞান ও শিক্ষার কেন্দ্র আল রায়ান। তাই স্টেডিয়ামের নামেও সেই প্রতিফলন এডুকেশন সিটি । স্টেডিয়াম ঘিরে রয়েছে বেশ কয়েকটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। জ্ঞান বিজ্ঞান চর্চা, নতুন উদ্ভাবনের পীঠস্থানের মাঝেই এবারের ফুটবলের বিশ্বযুদ্ধ বসতে চলেছে এখানে। প্রথম ম্যাচে এই স্টেডিয়ামে ২২ নভেম্বর মুখোমুখি হচ্ছে ডেনমার্ক ও তিউনেশিয়া।

স্টেডিয়ামের আলট্রা মডার্ন ডিজাইনে মিশে গেছে ঐতিহ্যশালী ইসলামিক স্থাপত্য। স্টেডিয়ামের বাইরে ত্রিভুজাকৃতির গঠন মিশে গিয়ে হীরের মত আকার তৈরি করে। রাত্রে ডিজিটাল আলোর ছটায় মোহময় হয়ে ওঠে এই স্টেডিয়াম। বিলাসবহুল লাউঞ্জ ছাড়াও অন্য স্টেডিয়ামের মতই রয়েছে অত্যাধুনিক লকার রুম আর তার লাগোয়া প্র্যাকটিস রুম। করোনা অতিমারির মধ্যে ২০২০ তে এই স্টেডিয়ামের ভার্চুয়াল উদ্বোধন হয়। স্টেডিয়ামের চারপাশে রয়েছে খেলাধুলো ও অবসর যাপনের ব্যবস্থা।