FIFA World Cup 2022: সোনার বাটিতে সোনালি কাপের ফাইনাল!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 14, 2022 | 12:42 PM

দোহা শহরের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার উত্তরে লুসাইল শহর। ইতিমধ্যে গ্লোবাল সাস্টেনেবেলিটি অ্যাসেসমেন্ট সিস্টেম বা জিএসএএস এর পাঁচ তারা রেটিং পেয়েছে এই স্টেডিয়াম।

এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল হবে লুসাইল স্টেডিয়ামে। বিশ্বকাপে মেসিরা তাদের অভিযান শুরু করবে এই স্টেডিয়াম থেকেই । কাতারের সর্ববৃহৎ স্টেডিয়াম এটি। লুসাইলের ছাদ পিটিএফই দিয়ে তৈরি। মরু ঝড় ও গরম হাওয়া থেকে স্টেডিয়ামটিকে রক্ষা করবে ছাদের গঠন । ঠান্ডা রাখবে স্টেডিয়ামকে। জল সংরক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। স্টেডিয়ামের জল রিসাইকেল করে স্টেডিয়াম সংলগ্ন পার্ক ও বাগানের গাছে সেচ করা হবে। শুধু তাইই নয় স্টেডিয়ামটি তৈরির সময়ে সংরক্ষণ করা হয়েছে ৪০ শতাংশ জল। এই স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্যাচে ২২ নভেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। স্টেডিয়ামটি দেখতে আরবি বাটির মত ,আর তার সঙ্গে রয়েছে আরবি ফানার লন্ঠনের প্রতিফলন।

স্টেডিয়ামের কাজ শুরু হয় ২০১৩ থেকে। প্যালেস্তানিয় তামিম এল আবেইদ ছিলেন প্রজেক্ট ম্যানেজার। ব্রিটিশ নাগরিক তামিম কাতারে বড় হয়েছেন তাই কাতারের সংস্কৃতি সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন যার প্রতিফলন পড়েছে স্টেডিয়ামের গঠনে। দোহা শহরের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার উত্তরে লুসাইল শহর। ইতিমধ্যে গ্লোবাল সাস্টেনেবেলিটি অ্যাসেসমেন্ট সিস্টেম বা জিএসএএস এর পাঁচ তারা রেটিং পেয়েছে এই স্টেডিয়াম। ৩০ হাজার টন স্টিল দিয়ে তৈরি এই ‘সোনার বাটি’ থেকেই ১৮ ই ডিসেম্বর বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে উঠবে সোনায় মোড়া বিশ্বকাপ।

Published on: Nov 14, 2022 12:40 PM