Thai Apple Rajasthan: রাজস্থানে ফল চাষে বিশাল লাভ
রাজস্থানে ফল চাষে বিশাল লাভ করে দেখাচ্ছেন এক কৃষক। রাজস্থান মানে কি শুধুই বালি, কাঁটাঝোপ আর উট? রাজস্থানে চাষ বলতে কি শুধুই মিলেটের চাষ? একপ্রকার অসম্ভবকে সম্ভব করেছেন এক কৃষক। সেই কৃষকের নাম কালুরাম জাট। কালুরাম তাঁর জমিতে ফলিয়েছেন থাই আপেল।
রাজস্থানে ফল চাষে বিশাল লাভ করে দেখাচ্ছেন এক কৃষক। রাজস্থান মানে কি শুধুই বালি, কাঁটাঝোপ আর উট? রাজস্থানে চাষ বলতে কি শুধুই মিলেটের চাষ? একপ্রকার অসম্ভবকে সম্ভব করেছেন এক কৃষক। সেই কৃষকের নাম কালুরাম জাট। কালুরাম তাঁর জমিতে ফলিয়েছেন থাই আপেল। মরুদেশে শস্যের চাষ ছেড়ে ফলের চাষ করে লাভবান হয়েছেন ওই কৃষক। থাই পেয়ারা গাছের দাম ৭০টাকা করে। ৩ বছর আগে ৫৬,০০০ এ ৮০০ থাই পেয়ারা গাছ লাগান কালুরাম। এখন ওই ৮০০ থাই আপেলের গাছ থেকে প্রতি বছরে ২,০০,০০০ টাকার থাই আপেল বিক্রি করেন ওই কৃষক। কালুরামের দেখাদেখি তাঁর এলাকায় অনেক কৃষক এখন ফলের চাষ করছেন। রাজস্থান ছাড়াও পঞ্জাব, বিহার ও উত্তর প্রদেশে থাই আপেলের চাষ হয়।