AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election: অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হল, সেই ফৈজ়াবাদেই বিজেপির হারের পর বিস্ফোরক কে?

Ayodhya, Ram Mandir Issue: অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হল। অথচ সেই ফৈজ়াবাদে কেন্দ্রেই পরাজিত হলেন বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনের এমন ফলাফলে অবাক হয়েছেন অনেকেই। এই ফলাফলে চটে গিয়েছেন ‘রামায়ণ’-এর লক্ষ্মণ চরিত্রাভিনেতা সুনীল লহরি। এমনকী, অযোধ্যার মানুষকে ‘স্বার্থপর’ বলেও দাবি করেছেন তিনি।

| Edited By: | Updated on: Jun 06, 2024 | 11:09 PM
Share

অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকী

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন ৩রা জুন ১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন। কিংবদন্তী দম্পতি সম্প্রতি ৫১ বছর একসঙ্গেই সেলিব্রেট করেছেন। অমিতাভ বচ্চন এর ঠিক একদিন পরেই তাঁর ব্লগে কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি লেখেন,’এটি সত্যিই একটি দীর্ঘ সুন্দর যাত্রা ছিল।’

এ কী ঘটল? চণ্ডীগড় বিমানবন্দরে এক CISF জওয়ানের হাতে আক্রান্ত কঙ্গনা রানাওয়াত। তাঁকে চড় মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদ্য নির্বাচিত সাংসদ এ দিন চণ্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন। বিমানবন্দরে CISF-এর এক মহিলা জওয়ান তাঁকে চড় মেরেছেন বলে এবার অভিযোগ।

‘অযোধ্যার মানুষ স্বার্থপর’ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হল। অথচ সেই ফৈজ়াবাদে কেন্দ্রেই পরাজিত হলেন বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনের এমন ফলাফলে অবাক হয়েছেন অনেকেই। এই ফলাফলে চটে গিয়েছেন ‘রামায়ণ’-এর লক্ষ্মণ চরিত্রাভিনেতা সুনীল লহরি। এমনকী, অযোধ্যার মানুষকে ‘স্বার্থপর’ বলেও দাবি করেছেন তিনি।

এবার অনীল রিয়্যালিটি শো ‘বিগ বস্‌’ এবং সলমন খান, নাম দু’টি সমার্থক। দীর্ঘ দিন ধরেই এই অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকা পালন করছেন ভাইজান। এ বার সেই সঞ্চালনার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। তবে মূল শো নয়, বদল ঘটছে ‘বিগ বস্‌’ ওটিটিতে। ওটিটিতে আসছে তৃতীয় সংস্করণ। সেই সিজনেরই সঞ্চালকরূপে দেখা যাবে অনীল কাপুরকে।

শাহরুখের ফান্ডে বিদেশের টাকা বড় প্রাপ্তী। শাহরুখ খানের এনজিও-তে এবার বিদেশের অনুদানও ঢুকবে। ঘুচে গেল এতদিনের সমস্যা। শাহরুখ খানের এনজিও মীর ফাউন্ডেশনকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স বা FCRA লাইসেন্স দেওয়া হল।

বিস্ফোরক সীতা

রামানন্দ সাগরের টিভি শো ‘রামায়ণ’-এ দেবী সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। এখন সেই একই মহাকাব্যের উপর ভিত্তি করে আসছে রণবীর কাপুরের নতুন ছবি। সেই ছবি সম্পর্কেই নিজের মতামত শেয়ার করে নেন দীপিকা চিখলিয়া। নায়িকা জানান, যে তিনি রামায়ণের এই নতুন উপস্থাপনা সম্পর্কে খুব একটা উৎসাহী নন। যে নতুন করে রামায়ণ তৈরির করা উচিত নয়।

নাতাশার মাস্টারস্ট্রোক সামাজিক মাধ্যমে ফের চমক নাতাশার। আচমকাই ফিরিয়ে আনলেন পান্ডিয়া পদবী। না তাঁর নিজের নামের সঙ্গে নয় যদিও। তাঁর ও হার্দিকের পোষ্যের ছবি শেয়ার করে নাতাশা লিখলেন, “বেবি রোভার পান্ডিয়া”। পান্ডিয়া পদবী যে তাঁর নামের পাশে কোনও না কোনও ভাবে আজও জুড়ে আছে, সে প্রমাণই দিলেন তিনি।

ভ্যাকেশন মুড ভোট মিটতেই স্বস্তির হাওয়া। বিপুল ভোটে জয়ী দল। এর মাঝেই শহর ছাড়লেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সন্তানদের নিয়ে ছুটির মুডে টলিউডের তারকা দম্পতি। সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করলেন নিজেরাই। তবে এবারও দেখা মিলল না ইয়ালিনির।

ফিরছেন মানসী এখনও দর্শকমনে ‘এটা আমাদের গল্প’-র রেশ টাটকা। তার মধ্যেই আনন্দবাজার অনলাইনকে দ্বিতীয় ছবির আগাম আভাস দিয়ে রাখলেন পরিচালক মানসী সিংহ। প্রথম ছবির সাফল্যের পর উৎসাহে ফুটছেন তিনি। জানালেন, পরের ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। চিত্রনাট্য লিখছেন দেবপ্রতিম দাশগুপ্ত।