RBI on 2000 Rupee Note: এই দু হাজার টাকার নোট বাতিল হবে না । অবাক হচ্ছেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 24, 2023 | 7:03 PM

রঙ এক। গোলাপি। গান্ধীর মুখ। উল্টোপিঠে স্যাটেলাইটের ছবি। সবই এক। এমনকি রুপোর পাত টাও দেখা যায় বেশ। তবে কি জাল নোট? না । এটা খেলনা নোট। দেখুন রিসার্ভ ব্যাঙ্ক নয়। ছাপা আছে চিলড্রেন ব্যাঙ্ক।

রঙ এক। গোলাপি। গান্ধীর মুখ। উল্টোপিঠে স্যাটেলাইটের ছবি। সবই এক। এমনকি রুপোর পাত টাও দেখা যায় বেশ। তবে কি জাল নোট? না । এটা খেলনা নোট। দেখুন রিসার্ভ ব্যাঙ্ক নয়। ছাপা আছে চিলড্রেন ব্যাঙ্ক। কলেজ থেকে সদ্য বেরোনো তিতলি বলে আমার কাছে একটা বিশাল সাইজের নোট ছিল।এখন কোথায় পাবেন? ছোটদের গিফটের দোকান। পাড়ার বই খাতার দোকান। কিংবা স্কুলের সামনে ফিরিওলার পসরায়। কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় চত্বরে দোকানদার বললেন, আমাদের কাছে গিফটের মধ্যে কখনও সখনও থাকে। শুধু দু হাজার নয় একশো দুশো পাঁচশো পুরনো নোটও পাওয়া যায়।