লেক গার্ডেন্সের ওয়্যারহাউসে বাংলা র‍্যাপারদের রিহার্সাল
গালি বয়েজ-গার্লস।

লেক গার্ডেন্সের ওয়্যারহাউসে বাংলা র‍্যাপারদের রিহার্সাল

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 07, 2021 | 5:12 PM

লেকগার্ডেন্স ওয়্যারহাউসে নিয়মিত চলে ফ্লেমসি, ওল্ড স্কুল, বানি কিংবা ওয়াইসারের মতো বঙ্গ র‍্যাপারদের রিহার্সাল।

বলিউডে বহু বছর আগে হিন্দি র‍্যাপ শুরু হয়ে গেলেও, বাংলা ছবিতে র‍্যাপ একেবারে নৈব নৈব চ। কিন্তু বাংলা র‍্যাপ শহরে চলছে।বাংলা র‍্যাপ নিয়ে তুমুল কাজ না হলেও, বাংলার র‍্যাপাররা আশাবাদী, টলিউডেও র‍্যাপসঙ্গীতের সুদিন আসবে। এমনই ভেবেছেন ফ্লেমসি, ওল্ড স্কুল, বানি কিংবা ওয়াইসারের মতো বঙ্গ র‍্যাপাররা। লেকগার্ডেন্স ওয়্যারহাউসে নিয়মিত চলে তাঁদের রিহার্সাল। সঙ্গে ছিল বেশ কজন হিপহপ ডান্সারও। ওঁরা এই একসঙ্গে নাচ-গানের রিহার্সালকে বলেন ‘সাইফার’। ওয়্যারহাউসেের বড় ঘরের দেওয়ালে রয়েছে গ্রাফিটি। গান-নাচে বারবার প্রতিধ্বনি হচ্ছে তাঁদের দৃঢ়তা। সাক্ষী থাকলেন Tv9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী

 

Published on: Mar 06, 2021 12:59 PM