Ricky Ponting Love Story: প্রেমিকার টানে কলেজে অজি ক্রিকেটার
২০ বছরের বিবাহিত জীবন পার করলেন রিকি পন্টিং। ২০০২ এ অজি ক্রিকেটার রিকি পন্টিং ও রিয়ানা জেনিফারের বিয়ে হয়। রিকি-জেনিফারের প্রেম কাহিনী গল্পের মতো।
২০ বছরের বিবাহিত জীবন পার করলেন রিকি পন্টিং। ২০০২ এ অজি ক্রিকেটার রিকি পন্টিং ও রিয়ানা জেনিফারের বিয়ে হয়। রিকি-জেনিফারের প্রেম কাহিনী গল্পের মতো। ভাইয়ের সঙ্গে ম্যাচ দেখতে এসেছিলেন সুন্দরী রিয়ানা জেনিফার। ইনিংসের বিরতিতে রিকির সঙ্গে দেখা করেন রিয়ানা। তখন কলেজ ছাত্রী তরুণী রিয়ানা। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান অজি ক্রিকেটার। জমে ওঠে প্রেম। প্রেমিকার টানে তাঁর কলেজে পর্যন্ত পৌঁছে যান রিকি পন্টিং। প্রেমিকাও অজি জাতীয় দলে সুপারস্টার প্রেমিকের সফরসঙ্গী হন বিয়ের আগেই। ২০০২এ রিয়ানাকে বিয়ে করেন রিকি। ২৬ জুলাই ২০০৮ প্রথম বাবা হন রিকি পন্টিং। বড় মেয়ে এমি শার্লট। ২০১১এ জন্মায় দ্বিতীয় মেয়ে ম্যাটিস এলি। ২০১৪এ রিকি রিয়ানার ছেলে ফ্লেচার উইলিয়ামসের জন্ম হয়। রিকি পন্টিং বারেবারে তাঁর জীবনে তাঁর স্ত্রী রিয়ানা জেনিফারের অবদানের কথা বলেছেন।