Rolex Diver's Watch: প্রথম ‘ডুবুরি ঘড়ির’ দাম৪১ লক্ষ!

Rolex Diver’s Watch: প্রথম ‘ডুবুরি ঘড়ির’ দাম৪১ লক্ষ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 16, 2023 | 3:51 PM

ঘড়িটি সম্প্রতি উঠেছিল নিলামে। নিলামে ঘড়িটি বিক্রি হয়েছে ৪১ লক্ষ ১১ হাজার ৬৯২ টাকায়। এটা রোলেক্স সাবমেরিনার মডেলের ঘড়ি।‘ডুবুরিদের ঘড়ি’ হিসাবে এই মডেলের ঘড়ি জনপ্রিয়। রোলেক্সের এই ঘড়ি ছিল ডুবুরিদের জন্য প্রথম ঘড়ি। জলের ১০০ মিটার নীচেও সচল থাকে

রোলেক্সের একটি ঘড়ি ১৯৬৪ সালে বিক্রি হয়েছিল ৭ হাজার টাকায়। সেই ঘড়িটি সম্প্রতি উঠেছিল নিলামে। নিলামে ঘড়িটি বিক্রি হয়েছে ৪১ লক্ষ ১১ হাজার ৬৯২ টাকায়। এটা রোলেক্স সাবমেরিনার মডেলের ঘড়ি।‘ডুবুরিদের ঘড়ি’ হিসাবে এই মডেলের ঘড়ি জনপ্রিয়। রোলেক্সের এই ঘড়ি ছিল ডুবুরিদের জন্য প্রথম ঘড়ি। জলের ১০০ মিটার নীচেও সচল থাকে। এখন ওই মডেলের ঘড়ি জলের নীচে ৩০০ মিটার নীচেও সচল থাকে। নিলামে ৪১ লক্ষ টাকায় বিক্রি হওয়া রোলেক্সের ঘড়িটি মালিক ছিলেন সিমন বার্নেট। সিমন বার্নেট ডুবুরি ছিলেন। সিমন বার্নেটের ছেলে পিট বার্নেট নিলামে বিক্রি করেন সেই ঘড়ি। নিলামে এই ঘড়িটি ৪১ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। পিট বার্নেট বলেন, ‘এখন লোকেরা ফ্যাশনের জন্য ঘড়ি পড়ে। এই ঘড়ি তা নয়। ডুবুরিদের জন্য ছিল রোলেক্সের এই ঘড়িটি। জলের তলাতেও নষ্ট হত না ঘড়িটি। আমিও ঘড়িটি পড়েছি। তা পরলে মনে হত বাবার খুব কাছে আছি। কিন্তু ৪১ লাখের ঘড়ি হাতে রাখার সামর্থ্য আমার নেই’।