Cyclone Mocha: ‘মোখা’-র পর আবার আসছে ঘূর্ণিঝড়!

Cyclone Mocha: ‘মোখা’-র পর আবার আসছে ঘূর্ণিঝড়!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 16, 2023 | 4:01 PM

কারও কথায় এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোচা’,কেউ বলছে, ‘মোকা’,আবার কারও কথায়, ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’। একটি বন্দরের নামেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। এরপর কী ঘূর্ণিঝড় আসছে জানেন? সেটি কবে আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। সেটির নামকরণ স্থির হয়ে গিয়েছে। সেই ঘূর্ণিঝড়ের নাম হল, ‘বিপর্যয়’

‘মোখা’ ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পাচ্ছে বাংলা। এই ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে কম ধোঁয়াশা হয়নি। কারও কথায় এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোচা’,কেউ বলছে, ‘মোকা’,আবার কারও কথায়, ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’। একটি বন্দরের নামেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। এরপর কী ঘূর্ণিঝড় আসছে জানেন? সেটি কবে আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। সেটির নামকরণ স্থির হয়ে গিয়েছে। সেই ঘূর্ণিঝড়ের নাম হল, ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড় মানেই যে বিপর্যয় ডেকে আনে, তা যেন এই নামকরণ থেকেই স্পষ্ট। এই নামকরণ করেছে বাংলাদেশ। এর পরের ঘূর্ণিঝড়টির নামও‘তেজ’। তেজ-এর পরেও আরও ৭টি ঘূর্ণিঝড়ের নাম স্থির হয়ে গিয়েছে। সেই নামগুলি হল যথাক্রমে, হামুন, মিধালি, মিচাউঙ্গ, রিমাল, আসনাস ডানা, ফিনগাল। ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরব এই নামগুলি দিয়েছে।