Sachin Tendulkar News: শারজায় ধুলো ঝড় দেখে ভয় পেয়েছিলেন সচিন তেন্ডুলকর
Sachin Batting: এক অনুষ্ঠানে সচিন তুলে ধরেছেন এক মজার ঘটনা । সচিন বলেন, 'শারজার ইনিংস নিয়ে বলতে গেলে আমার একটা মজার কথা মনে পড়ে। আমি কখনও ধূলিঝড়ের সম্মুখীন হইনি। সে বার প্রথম ধূলিঝড় সামনে থেকে দেখি। ভয় পেয়েছিলাম যে এই ধূলিঝড়ে আমি না উড়ে যাই। সামনে অ্যাডাম গিলক্রিস্ট দাঁড়িয়েছিল আমি ওকে জড়িয়ে ধরতে তৈরি ছিলাম। যাতে উড়ে না যাই।
২৫ বছর আগে ২২ এপ্রিল শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ। সেই ম্যাচের মাঝে হঠাৎ মরুঝড় উঠেছিল। সেই মরুঝড়ের পর উঠেছিল সচিনের ব্যাটে ঝড়। ২২ এপ্রিল ছিল সচিনের শারজায় তোলা ঝড়ের ২৫ বছর পূর্তি। ১৯৯৮এ শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সচিন । ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। এক অনুষ্ঠানে সচিন তুলে ধরেছেন এক মজার ঘটনা । সচিন বলেন, ‘শারজার ইনিংস নিয়ে বলতে গেলে আমার একটা মজার কথা মনে পড়ে। আমি কখনও ধূলিঝড়ের সম্মুখীন হইনি। সে বার প্রথম ধূলিঝড় সামনে থেকে দেখি। ভয় পেয়েছিলাম যে এই ধূলিঝড়ে আমি না উড়ে যাই। সামনে অ্যাডাম গিলক্রিস্ট দাঁড়িয়েছিল আমি ওকে জড়িয়ে ধরতে তৈরি ছিলাম। যাতে উড়ে না যাই।
Published on: Apr 24, 2023 03:41 PM