Dankuni Accident: আবার স্কুল পড়ুয়ার দুর্ঘটনা
বেহালার পর এবার হুগলিতে দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়া। ডানকুনির কালিপুর শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ স্কুল থেকে ফেরার পথে লরির ধাক্কায় জখম দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ও তার বাবা। স্কুল ছাত্রী প্রাপ্তি বেরা সুস্থ থাকলেও বাবা দেবাশিষ বেরাকে আশঙ্কা জনক অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেহালার পর এবার হুগলিতে দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়া। ডানকুনির কালিপুর শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ স্কুল থেকে ফেরার পথে লরির ধাক্কায় জখম দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ও তার বাবা। স্কুল ছাত্রী প্রাপ্তি বেরা সুস্থ থাকলেও বাবা দেবাশিষ বেরাকে আশঙ্কা জনক অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সাড়ে দশটা নাগাদ কালিপুর শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ স্কুল থেকে মেয়েকে নিয়ে বাইকে করে চন্ডিতলায় গরলগাছার বাড়িতে ফিরছিলেন বাবা দেবাশীষ বেরা।কালিপুর মোড়ে দুটি লরির মাঝে পরে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ছাত্রী ও তার বাবা।স্থানীয় দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পুলিশ।প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়।
ছাত্রী টি সুস্থ থাকলেও বাবা দেবাশীষ বেরা গুরতর জখম হন দুর্ঘটনায়।
দেবাশীষ বেরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় দের অভিযোগ পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে কালিপুর মোড় সর্বাদা যানজট হয়ে থাকে যার ফলে বার বার দুর্ঘটনার কবলে পড়েন সাধরণ মানুষ।
স্কুল ছাত্রীর দুর্ঘটনার এক ঘন্টা পরই আরো একটি দুর্ঘটনা ঘটে একই জায়গায়।একটি প্রাইভেট কার দুর্ঘটনার কবলে পড়ে।
এ বিষয়ে হুগলি জেলা পূর্ত ও পরিবহন দপ্তরের বিদায়ী কর্মাধক্ষ্য সুবীর মুখার্জি বলেন দুর্ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।ছাত্রীটি সুস্থ আছে তবে ছাত্রীর বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ট্রাফিফ ব্যবস্থা যথেষ্ট আছে।তবে কালিপুর মোড়ের মাটির অবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে বার বার মেরামত করার পরও ওই এলাকাটি ভাঙাচোরা অবস্থায় থাকে।তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Latest Videos