Arthritis Disease: আর্থরাইটিসে শয্যাশায়ী তারপর..

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 13, 2023 | 9:27 PM

ট্রেক করে এসে হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়েন অঙ্কের শিক্ষক সুদীপ্ত। জীবনের অঙ্ক এলোমেলো করে দেয় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এসএসকেএম হাসপাতালের চিকিৎসায় শয্যাশায়ী সুদীপ্ত ফিরে এসেছেন জীবনের ছন্দে।

ট্রেক করে এসে হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়েন অঙ্কের শিক্ষক সুদীপ্ত। জীবনের অঙ্ক এলোমেলো করে দেয় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এসএসকেএম হাসপাতালের চিকিৎসায় শয্যাশায়ী সুদীপ্ত ফিরে এসেছেন জীবনের ছন্দে। হু এর একটি তথ্য অনুসারে আর্থরাইটিসে আক্রান্ত ৪০% পুরুষ ও ৬০% মহিলা।

এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং এ বিশ্ব আর্থরাইটিস দিবসে লড়াইয়ের কথা শোনালেন আর্থরাইটিসে আক্রান্তরা। ওঁদের থমকে যাওয়া জীবন আবার চলতে শুরু করেছে। লুপাসে আক্রান্ত দেবযানীর আর্থরাইটিসের ব্যথায় স্নান করার, হাঁটা চলার ক্ষমতা ছিল না। এই সপ্তাহে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে দেবযানী।

আর্থরাইটিস যোদ্ধা নারায়ণী চক্রবর্তী। সে সেরে উঠছে দ্রুত। নারায়ণী তার ছাদে বানিয়েছেন একটি বাগান যা তাঁকে বাঁচার রসদ দেয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা দিলেন তাঁদের মূল্যবান পরামর্শ। এস এস কে এম হাসপাতাল ও ইন্ডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশানের যৌথ উদ্যোগে এই ছোট্ট শিবির। আর্থরাইটিসের আওতায় আসে বহু রোগ ও জটিলতা। প্রয়োজন রোগী ও তাঁদের পরিবারে রোগ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক সচেতনতা।