Master Anshuman: সত্যজিৎ রায়ের মাস্টার অংশুমান আসছে হলে
Satyajit Ray: ৫ মে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ছবি 'মাস্টার অংশুমান'। সিনেমার মধ্যে সিনেমার শ্যুটিং চলাকালীন চুরি হয় মিস্টার লোহিয়ার মূল্যবান রত্ন ব্লু বেল।
৫ মে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ছবি ‘মাস্টার অংশুমান’। সিনেমার মধ্যে সিনেমার শ্যুটিং চলাকালীন চুরি হয় মিস্টার লোহিয়ার মূল্যবান রত্ন ব্লু বেল। হঠাৎ করে সিনেমার হিরোর চরিত্রে অভিনয় করতে আসা অংশুমানের বন্ধু ফাইট মাস্টার কৃষ্ণণকে অনেকেই সন্দেহ করে এই রত্ন চুরির ঘটনায়। কে আসলে চোর! এই প্রশ্ন খুঁজতে খুঁজতে চলে ছবি। দীর্ঘদিন সন্দীপ রায়ের সহকারী হিসাবে কাজ করেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে সাগ্নিকের ইচ্ছে ছিল সত্যজিতের গল্প ‘মাস্টার অংশুমান’ নিয়ে সিনেমা তৈরি করার। প্রথমে ওটিটিতে এই ছবি বানাবেন মনস্থির করেও শেষ পর্যন্ত বড় পর্দার জন্যই তৈরি হল মাস্টার অংশুমান। ছবির ভাবনা আর নির্মাণের মাঝে এসে পড়ে অতিমারি। ২০২১ থেকে শুরু হয় শুটিং শেষ হয় ২০২২এর শেষে। অতিমারি ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে যায় শুটিং। মূল গল্পে প্রেক্ষাপট রাজস্থান হলেও বাজেটের কারণে সেট পড়ে হিমালয়ের কোলে দার্জিলিঙে। এই ছবির নাম ভূমিকায় স্যামন্তক দ্যুতি মৈত্র আর তার সঙ্গে দেখা যাবে ক্যাপ্টেন কৃষ্ণণের ভূমিকায় সোম চট্টোপাধ্যায়কে। ছবিতে সিনেমার ভিতর সিনেমার শ্যুটিং এর গল্প। ছবির প্রায় অধিকাংশ শুটিং আউটডোর। মাস্টার অংশুমানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবেশ রায়চৌধুরী, রজতাভ দত্ত প্রিয়াঙ্কা ত্রিবেদী উপেন্দ্র, সুপ্রিয় দত্তরা। ক্যাপ্টেন কৃষ্ণণের লিপে গান গেয়েছেন জাতীয় পুরষ্কার জয়ী গায়ক রূপঙ্কর বাগচি।