Shah Rukh Khan: হঠাৎ এমন কী হল, শাহরুখ বললেন…
Bollywood Gossip: ‘দিল তো পাগল হ্যায়’, ‘হে বেবি’র পর আর একে-অপরের সঙ্গে কাজ করেননি শাহরুখ খান এবং অক্ষয় কুমার। কারণ জানিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, "আমরা দু'জনে বিপরীত মেরুর মানুষ। আমি ঘুমতে যাই যখন, অক্ষয় ওঠে তখন। ওর দিন শুরু হয় অনেক আগে। আমি যখন কাজ করতে শুরু করি অক্ষয়ের প্যাকআপ হয়ে যায়। তাই নিশ্চিত জানি, আমাদের সেটে কখনও দেখাই হবে না। ফলে কাজ করাও হবে না।"
সন্ধ্যায় বাড়ি ফিরছেন পিয়া
অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী সমাজসেবী-গায়িকা পিয়া চক্রবর্তী হাসপাতালে ভর্তি। বিয়ের পরদিনই অস্ত্রোপচার হয় পিয়ার। ল্যাপ্রোস্কোপির মাধ্যমে কিডনি থেকে পাথর বেরিয়ে গিয়েছে। ৪ মিলিমিটারের একটি পাথর ছিল পিয়ার কিডনিতে। বুধবার সন্ধ্যাতেই পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে ফিরবেন পিয়া।
পরমব্রতর বদলে চূর্ণী
প্রতিবারের মতো এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না পরমব্রত চট্টোপাধ্যায়। তাই এবার কিফের উদ্বোধনে জুন মালিয়ার সঙ্গে সঞ্চালনা করতে দেখা যাবে না পরমব্রতকে। দেখা যাবে অন্য এক প্রতিভাবান অভিনেত্রী-পরিচালককে। তিনি চূর্ণী গঙ্গোপাধ্যায়।
পাহাড় কোলে সৌমিতৃষা
সামনেই প্রথম ছবির মুক্তি। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর ব্যস্ততা তাই তুঙ্গে। তবে তারই মাঝে খানিকটা ছুটির মেজাজ। পাহাড় কোলে হারালেন তিনি। শিলিগুড়িতে গিয়েছিলেন একটি কাজে। কাজ মিটিয়ে দুদিনের জন্য দার্জিলিং-এ উপস্থিত হলেন তিনি। সেখানেই এখন একান্তে কাটছে তাঁর হলিডে।
প্যানিক অ্যাটাকের কারণে সরলেন নায়িকা
সম্প্রতি ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়াল থেকে বাদ পড়েছেন মৌমিতা সরকার। প্যানিক অ্যাটাক হত তাঁর। পারফরম্যান্সের চাপ সামলাতে পারছিলেন না অভিনেত্রী। ৬ দিন হাসপাতালে চিকিৎসা চলেছে অভিনেত্রীর। মোবাইল থেকে দূরে আছেন। সাইকোলজিস্টের সঙ্গেও চলছে তাঁর সেশন। ধারাবাহিকে তাঁর জায়গায় শ্রাবণের চরিত্রে দেখানো শুরু হয়েছে তৃণা সাহাকে। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরবেন মৌমিতা। জানিয়েছেন সেই কথাই।
প্রয়াত মায়ের জন্মদিন পালন রাজদীপের
অভিনেতা রাজদীপ গুপ্তর জীবনের প্রথম প্রিয় বন্ধু ছিলেন তাঁর মা-ই। মাকে সব কথা বলতেন তিনি। শেয়ার করতেন জীবনের সব মুহূর্ত। তাই তাঁর মৃত্য়ুতে গভীর শোক পেয়েছিলেন অভিনেতা। ২৯ নভেম্বর তাঁর মায়ের জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা নেই। কিন্তু তিনি মায়ের জন্মদিন নিজের মতো পালন করছেন। অতীতের একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
অক্ষয়ের সঙ্গে কাজ করেন না শাহরুখ?
‘দিল তো পাগল হ্যায়’, ‘হে বেবি’র পর আর একে-অপরের সঙ্গে কাজ করেননি শাহরুখ খান এবং অক্ষয় কুমার। কারণ জানিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, “আমরা দু’জনে বিপরীত মেরুর মানুষ। আমি ঘুমতে যাই যখন, অক্ষয় ওঠে তখন। ওর দিন শুরু হয় অনেক আগে। আমি যখন কাজ করতে শুরু করি অক্ষয়ের প্যাকআপ হয়ে যায়। তাই নিশ্চিত জানি, আমাদের সেটে কখনও দেখাই হবে না। ফলে কাজ করাও হবে না।”
বিপাকে অ্যানিম্যাল
মুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই সেন্সর বোর্ড থেকে বেশ কিছু বদলের নির্দেশ এল। ছবি থেকে বাদ পড়ছে রশ্মিকা মন্দানা ও রণবীর কাপুরের একাধিক রোম্যান্সের দৃশ্য। পাশাপাশি পাল্টাতে হচ্ছে বেশ কিছু শব্দও। সব মিলিয়ে অ্যানিম্যাল-এর শেষ পর্যায়ের কাট নিয়ে ব্যস্ত এখন টিম।
এ কী বললেন সলমন?
সলমন খান, তাঁর ছবি সেভাবে বক্স অফিসে জায়গা পাচ্ছে না। কেন জানেন? হলে নাকি এখনও সেভাবে দর্শক আসছেন না। শোনা মাত্রই হাসির রোল নেটপাড়ায়। পাঠান, জওয়ান কিংবা গদর ২-এর কথা বেমালুম ভুলে গেলেন ভাইজান? প্রশ্ন তুলছেন নিন্দুকেরা।
চলচ্চিত্র উৎসবে নেই শাহরুখ?
শুরু হতে চলেছে কলকাতা আন্দর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে এবার অংশ নিচ্ছেন না শাহরুখ খান। কারণ হিসেবে জানা যাচ্ছে, তিনি নাকি ব্যস্ত হয়ে পড়েছেন ডানকি ছবির শুট নিয়ে। সেই কারণেই এবার মন খারাপ বাংলার দর্শকদের।