Stock Market, PSU Banks: সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক সূচক!
Nifty Bank: বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক সূচকও। আজ ৩০৭ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১৫০ সূচক।
আজ ভারতের বাজার বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। নিফটি ৫০ ও সেনসেক্সের মতো ভারতের দুই বেঞ্চমার্ক সূচক আজ পড়েছে খুবই সামান্য।
শুল্কের আওতা থেকে ওষুধের মতো দ্রব্যকে বাদ দেওয়ায় আজ চড়চড়িয়ে উঠেছে নিফটি ফার্মা সূচক। ৪৭০ পয়েন্ট উঠেছে এই সূচক। বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক সূচকও। আজ ৩০৭ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১৫০ সূচক। ২৫৫ পয়েন্ট বেড়েছে নিফটি স্মলক্যাপ ২৫০ সূচক।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Apr 03, 2025 10:02 PM