Mobile Charging: সারারাত ফোন চার্জে দিয়ে ঘুমান?
Mobile Charging: অনেকেই ফোন সারারাত চার্জিংয়ে বসিয়ে রাখেন। কিন্তু অনেকই জানেন না কতক্ষণ ফোন চার্জ দেওয়া উচিত। ফোনে বেশি চার্জ দিলে যেমন সমস্যা, তেমনই কম দিলেও খারাপ। বেশি চার্জ দিলে ব্যাটারি ফুলে যেতে পারে। আইফোন বেশি সময় ধরে চার্জ দিলে, খারাপ হয়ে যেতে পারে
অনেকেই ফোন সারা রাত চার্জিংয়ে বসিয়ে রাখেন। কিন্তু অনেকই জানেন না কতক্ষণ ফোন চার্জ দেওয়া উচিত। ফোনে বেশি চার্জ দিলে যেমন সমস্যা, তেমনই কম দিলেও খারাপ। বেশি চার্জ দিলে ব্যাটারি ফুলে যেতে পারে । আইফোন বেশি সময় ধরে চার্জ দিলে, খারাপ হয়ে যেতে পারে। বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের দাবি, সারারাত ধরে ফোন চার্জ দেওয়া ভাল না। এমনকি বেশিক্ষণ ধরে চার্জ দিলে তা খুবই বিপজ্জনক। ফোনের চার্জ ৩০%-৭০% এর মধ্যে থাকলে ভাল। এতে ফোনের ব্যাটারি অনেক দিন ভাল থাকে। ফোনের ব্যাটারিতে চার্জ পূর্ণ হয়ে যাওয়ার পর তা আর চার্জ হয় না। আবার অনেক সময় দেখা যায় ফোনের চার্জ ৯৯% থেকে ১০০% হতে অনেক সময় নেয়। এই জন্য আপনার ফোনের ব্যাটারির আয়ু কমে যেতে পারে।