Snehasish Chakraborty News: বিরোধীদের করোনা ভাইরাসের সঙ্গে তুলনা!
সিপিএম,বিজেপিকে এবার করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে তৃণমূলের একটি প্রতিবাদ সভায় ভাষণ দিতে গিয়ে বলেন,‘ বিজেপি, সিপিএম করোনা ভাইরাস।
সিপিএম,বিজেপিকে এবার করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে তৃণমূলের একটি প্রতিবাদ সভায় ভাষণ দিতে গিয়ে বলেন,‘ বিজেপি, সিপিএম করোনা ভাইরাস। প্রতিটি পাড়ায় পাড়ায় আছে। করোনা আটকানোর জন্য যেমন আমরা দরজা, জানলা বন্ধ রাখতাম, তেমন বিজেপি-সিপিএম এলে দরজা-জানলা বন্ধ করে দিন।’ উল্লেখ্য, গত সোমবার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার ডাকে ব্রজবল্লভপুরে একটি সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সভা থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও তাঁর জামাই স্বপন প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তোলেন। সেই অভিযোগ ঘিরে সরগরম ছিল জেলা রাজনীতি। এদিন ছিল সেই সভার পাল্টা সভা।