Solar Storm: পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 15, 2023 | 3:03 PM

সূর্যের একটি করোনাল মাস ইজেকশন ধেয়ে আসছে একটি সৌরঝড়। ঘণ্টায় মিলিয়ন কিলোমিটারেরও বেশি গতিতে ছুটছে সেই সৌরঝড়। এর আগে অপেক্ষাকৃত একটি ছোট সৌরঝড় এসেছিল পৃথিবীতে। সেই ঝড়ে খুব একটা ক্ষতি হয়নি পৃথিবীর। তবে এই সৌরঝড়ে ক্ষতি হতে পারে পৃথিবীর।

Follow Us

সূর্যের একটি করোনাল মাস ইজেকশন ধেয়ে আসছে একটি সৌরঝড়। ঘণ্টায় মিলিয়ন কিলোমিটারেরও বেশি গতিতে ছুটছে সেই সৌরঝড়। এর আগে অপেক্ষাকৃত একটি ছোট সৌরঝড় এসেছিল পৃথিবীতে। সেই ঝড়ে খুব একটা ক্ষতি হয়নি পৃথিবীর। তবে এই সৌরঝড়ে ক্ষতি হতে পারে পৃথিবীর। পৃথিবীর চৌম্বক শক্তিও কমে যেতে পারে। তৈরি হতে পারে ভূ চৌম্বকীয় ঝড়। এর প্রভাবে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হতে পারে রেডিও তরঙ্গের। সৌরঝড়ের কারণে বিদ্যুতের তারে আগুন ধরে যেতে পারে। ৭ মে সূর্যের বিপরীত পোলারিটি সানস্পট AR3296 থেকে উদ্ভূত এই সৌরঝড়। সূর্যপৃষ্ঠে অনবরত হয়ে চলেছে বিস্ফোরণ। CME প্লাজমা সূর্যের উপর চৌম্বকীয় বিস্ফোরণ। করোনাল মাস ইজেকশন ঘটলে তীব্র গতিতে উত্তপ্ত প্লাজমা মহাকাশে উৎক্ষিপ্ত হয়। ঘণ্টায় ৩ মিলিয়ন কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই করোনাল মাস ইজেকশন। শক্তিশালী একটি সৌরঝড় একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এর আগে দুই মহাকাশ বিজ্ঞানী রিচার্ড ক্যারিংটন ও রিচার্ড হজসন ১ সেপ্টেম্বর ১৮৫৯ একটি সৌরঝড় দেখেন। এবারের সৌরঝড়ে ক্ষতি হতে পারে স্যাটেলাইট যোগাযোগে। পরিযায়ী পাখিদের ওপরও এর প্রভাব পড়তে পারে আশঙ্কা বিজ্ঞানীদের। মেরুপ্রদেশে দেখা যেতে পারে অরোরা।

সূর্যের একটি করোনাল মাস ইজেকশন ধেয়ে আসছে একটি সৌরঝড়। ঘণ্টায় মিলিয়ন কিলোমিটারেরও বেশি গতিতে ছুটছে সেই সৌরঝড়। এর আগে অপেক্ষাকৃত একটি ছোট সৌরঝড় এসেছিল পৃথিবীতে। সেই ঝড়ে খুব একটা ক্ষতি হয়নি পৃথিবীর। তবে এই সৌরঝড়ে ক্ষতি হতে পারে পৃথিবীর। পৃথিবীর চৌম্বক শক্তিও কমে যেতে পারে। তৈরি হতে পারে ভূ চৌম্বকীয় ঝড়। এর প্রভাবে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হতে পারে রেডিও তরঙ্গের। সৌরঝড়ের কারণে বিদ্যুতের তারে আগুন ধরে যেতে পারে। ৭ মে সূর্যের বিপরীত পোলারিটি সানস্পট AR3296 থেকে উদ্ভূত এই সৌরঝড়। সূর্যপৃষ্ঠে অনবরত হয়ে চলেছে বিস্ফোরণ। CME প্লাজমা সূর্যের উপর চৌম্বকীয় বিস্ফোরণ। করোনাল মাস ইজেকশন ঘটলে তীব্র গতিতে উত্তপ্ত প্লাজমা মহাকাশে উৎক্ষিপ্ত হয়। ঘণ্টায় ৩ মিলিয়ন কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই করোনাল মাস ইজেকশন। শক্তিশালী একটি সৌরঝড় একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এর আগে দুই মহাকাশ বিজ্ঞানী রিচার্ড ক্যারিংটন ও রিচার্ড হজসন ১ সেপ্টেম্বর ১৮৫৯ একটি সৌরঝড় দেখেন। এবারের সৌরঝড়ে ক্ষতি হতে পারে স্যাটেলাইট যোগাযোগে। পরিযায়ী পাখিদের ওপরও এর প্রভাব পড়তে পারে আশঙ্কা বিজ্ঞানীদের। মেরুপ্রদেশে দেখা যেতে পারে অরোরা।

Next Video