Sourav Das Marriage: ভাত-কাপড়ের অনুষ্ঠানে আচমকাই স্ত্রী কে প্রণাম সৌরভের
শনিবার দর্শনা বনিকের ভাত কাপড়ের অনুষ্ঠান। লাল টুকটুকে শাড়ি পরে এদিন হাজির সৌরভ দাসের স্ত্রী। অভিনেতা দর্শনার হাতে তুলে দিলেন ভাতের থালা সঙ্গে শাড়ি। দর্শনা করলেন প্রণাম। তবে এখানেই শেষ নয়, পাল্টা প্রণাম করলেন সৌরভও। ভাইরাল হল সেই ভিডিয়ো।
ভাল আছেন শ্রেয়স
শুটিং থেকে ফিরেই বুকে ব্যথা। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়াস তালপাড়ে। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। এখন সুস্থ আছেন তিনি। ছাড়া পাচ্ছেন, শীঘ্রই ফিরবেন বাড়িতে। খবর দিলেন অভিনেতার বন্ধু তথা পরিচালক সোহন।
ডানকি বনাম সালার
শাহরুখ খান ও প্রভাসের ছবি ডানকি ও সালার এক সঙ্গে বছর শেষে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেল অগ্রীম টিকিট বুকিং। আর সেখানেই পিছিয়ে শাহরুখ। কারণ ডানকি এখনও পর্যন্ত ১.২৪ কোটি টাকা আয় করেছে, অন্যদিকে সালার পেরিয়েছে ১.৫০ কোটির মাত্রা।
‘সালার’-এর চমক!
শাহরুখ খানের ছবির সঙ্গে একই দিনে ছবি মুক্তি, ছবিতে বিশেষ কিছু থাকবে না তা কি হয়? তাই এবার প্রভাসের ছবি সালারের গোপন রহস্য ফাঁস। ২০ কোটি ব্যয়ে তৈরি হয়েছে অ্যাকশন সিক্যোয়েন্স। ব্যবহার করা হয়েছে ৭৫০টি গাড়ি। খবর প্রকাশ্যে আসতেই ছবির প্রতি খিদে বাড়ল দর্শকদের।
থামছেন না রণবীর
বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ছবি অ্যানিম্যাল। ইতিমধ্যেই ৮০০ কোটির গণ্ডি পেরিয়েছে ছবির আয়। চলতি সপ্তাহে নেই কোনও বড় ছবির মুক্তি। হাতে এখনও চারদিন। ডানকি-সালার মুক্তির আগেই ১০০০ কোটি ছোঁয়ার সম্ভাবনা প্রবল।
গুরুতর আঘাত পেলেন বরুণ
জওয়ান ছবিটি সাফল্য পাওয়ার পরই নতুন কাজ শুরু করে দিয়েছেন অ্যাটলি কুমার। তাঁর এই ছবিতে এবার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। সেই ছবির শুটিং করতে গিয়েই আঘাত পেলেন বরুণ। লোহার রডে বাড়ি খেয়ে পা ফুলে ঢোল!
একসঙ্গে সানি ও ডিম্পল
সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার অতীতের প্রেমের কিস্সা কারও অজানা নয়। শোনা যায়, সানির সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাজেশ খন্না এবং ডিম্পলের দাম্পত্যে চিড় ধরে। এত বছর কেটে গেলেও সেই প্রেম নাকি রয়েছে আজও! সম্প্রতি এক চিকিৎসাকেন্দ্রের বাইরে একসঙ্গে দেখা গেল তাঁদের। ক্যামেরা দেখামাত্রই অস্বস্তিতে দু’জনে।
যমজ সন্তান রুবিবার
খুশির খবর রুবিনা দিলায়েক আর অভিনব শর্মা-র ভক্তদের জন্য। বাবা-মা হলেন তাঁরা। কোল আলো করে এল যমজ সন্তান। ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন হিন্দি টিভির এই দুই তারকা। বিয়ের পাঁচ বছর পর ঘরে এল ফুটফুটে দুই কন্যাসন্তান।
পুরুষসঙ্গী ছেড়ে এবার মহিলা?
উরফি জাভেদ সমকামী? নাকি তিনি উভকামী? সোশ্যাল মিডিয়া সেনসেশনের সাম্প্রতিক এক ভিডিয়ো দেখে প্রশ্ন তুলে দিলেন সাধারণ। শুধু প্রশ্নই নয়, একই সঙ্গে শুরু হল তুমুল নিন্দেও। গায়ে নেই একটা সুতোও। সেই অবস্থাতেই উরফিকে লাগাতার চুম্বন করে যাচ্ছে দুই নারী! হ্যাঁ, এরকমই এক ভিডিয়োই সামনে এসেছে। আর তা নিয়েই শুরু হয়েছে চরম নিন্দে।
দর্শনাকে প্রণাম সৌরভের
শনিবার দর্শনা বনিকের ভাত কাপড়ের অনুষ্ঠান। লাল টুকটুকে শাড়ি পরে এদিন হাজির সৌরভ দাসের স্ত্রী। অভিনেতা দর্শনার হাতে তুলে দিলেন ভাতের থালা সঙ্গে শাড়ি। দর্শনা করলেন প্রণাম। তবে এখানেই শেষ নয়, পাল্টা প্রণাম করলেন সৌরভও। ভাইরাল হল সেই ভিডিয়ো।