Mecca News: অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ মক্কায়

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 22, 2023 | 3:29 PM

হজ করতে অনেক মুসলিম যায় সৌদি আরবে। মক্কায় অনেক ভিড় হয় হজের সময়। মৃত্যুও হয়েছে অনেক সময় পদপিষ্ট হয়ে। এবারে সৌদি আরব সরকার নিয়েছে পদক্ষেপ। জারি করেছে নয়া নির্দেশিকা। অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না মক্কায়। সেখানে প্রবেশ করতে হলে অনুমতি লাগবে।

হজ করতে অনেক মুসলিম যায় সৌদি আরবে। মক্কায় অনেক ভিড় হয় হজের সময়। মৃত্যুও হয়েছে অনেক সময় পদপিষ্ট হয়ে। এবারে সৌদি আরব সরকার নিয়েছে পদক্ষেপ। জারি করেছে নয়া নির্দেশিকা। অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না মক্কায়। সেখানে প্রবেশ করতে হলে অনুমতি লাগবে। অনুমতি নিতে হবে কর্তৃপক্ষের থেকে। এই নিয়ম চালু থাকবে স্থানীয় নাগরিকদের জন্যও। বিদেশি পুণ্যার্থীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। মক্কায় যে সমস্ত শ্রমিকরা কজ করছেন,তাঁদের জন্য অনুমতিপত্র লাগবে। তাঁদেরকে অনুমতিপত্র দেওয়া হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। তাঁদের জন্য চালু হয়েছে অ্যাপও । সেই অ্যাপের নাম ‘আজিরা’। ‘আজিরা’ অ্যাপে পরিযায়ী শ্রমিকরা সুবিধা পাবেন। সৌদি প্রশাসন দেবে বিশেষ পারমিট মক্কায় প্রবেশের জন্য। পর্যটক ভিসা থাকলেও মক্কায় যাওয়া যাবে না। ৩ জুন থেকে এই নিয়ম চালু হবে।