ভোট দিলেই মিলবে ট্রেনের স্টপেজ!

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 23, 2025 | 6:03 PM

Train stoppage: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গিয়ে এই বার্তা দিয়েছেন তিনি। দাঁতন কেন্দ্রে যাতে বিজেপি জয়ী হয়, তার জন্য এই বার্তা সুকান্তর। বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। মঞ্চ থেকে দেওয়া এই বার্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

চিকিৎসা করতে আর ওড়িশা যাওয়ার প্রয়োজন নেই। বাংলাতেই করাতে পারবেন চিকিৎসা। তার জন্য এক শর্ত দিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ওড়িশায় যখন বিজেপি সরকার আছে, তখন সেই বিজেপি সরকার বাংলায় এলে আর ওড়িশা যাওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া ট্রেনের স্টপেজ দেওয়ার জন্যও একই শর্ত দিয়েছেন সুকান্ত।

এছাড়া দাঁতনের মানুষের দীর্ঘদিনের দাবি, জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে দাঁতনে। সেই দাবি মানার জন্য বিজেপিকে ভোট দেওয়ার দাবি জানালেন বিজেপি সাংসদ।

Published on: Nov 23, 2025 06:01 PM