Kakdwip Fisherman Mission: কাঁকড়াশিকারীকে টানল বাঘ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 24, 2023 | 6:14 PM

আবারও সুন্দরবনের এক কাঁকড়াশিকারীকে বাঘে টেনে নিয়ে গেল। পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই কাঁকড়া ধরতে সুন্দরবনের কুস্তরী খাল এলাকায় যায় কাকদ্বীপ থানার অন্তর্গত গনেশনগর এলাকার বাসিন্দা অনেশ্বর ফকির (৫৬) ও তাঁর স্ত্রী ভগবতী ফকির (৪২)।

আবারও সুন্দরবনের এক কাঁকড়াশিকারীকে বাঘে টেনে নিয়ে গেল। পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই কাঁকড়া ধরতে সুন্দরবনের কুস্তরী খাল এলাকায় যায় কাকদ্বীপ থানার অন্তর্গত গনেশনগর এলাকার বাসিন্দা অনেশ্বর ফকির (৫৬) ও তাঁর স্ত্রী ভগবতী ফকির (৪২)। এরপর গতকাল বিকেলে স্ত্রী ভগবতী ফকির বাড়িতে ফোন করে জানায়, স্বামী অনেশ্বর ফকিরকে বাঘের টেনে নিয়ে গেছে। তারপর থেকে খবর শোনা মাত্র কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এখনও পর্যন্ত কোন খোঁজ নেই ওই মৎস্যজীবীর। কাকদ্বীপ থানায় ও বন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। উদ্বিগ্ন নিখোঁজ মৎস্যজীবীর বাড়ির লোকজনেরা।