Cyclone Mocha: মে মাসেই বারে বারে ফিরে আসে দুর্যোগ, মোখার আতঙ্কে নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন
ইতিমধ্যে ইয়েমেনে রাখা ঝড়ের নাম দেয়া হয়েছে মোখা। আর তা জানতে পেরছ শিওরে সংক্রান্তি উপকূলবর্তী এলাকায়। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২, হাড়োয়া, হাসনাবাদ ও মিনাখাঁ এই ব্লক গুলিতে বারবার বিপর্যয় আঘাত হেনেছে। মে মাসে ঘটে যাওয়া একাধিক প্রাকৃতিক বিপর্যয় এখনো সুন্দরবনের মানুষের স্মৃতিতে রয়ে গিয়েছে। ঝড়ের বিভৎসতা, মানুষের মৃত্যু মিছিল দেখেছে গোটা বাংলা। একে একে আম্ফান, ফণি, ইয়াশ ও বুলবুলের মত প্রাকৃতিক বিপর্যয় দেখেছে গোটা বাংলা
মে মাস পড়লেই দুর্যোগের কবলে পড়তে হয় সুন্দরবনের বাসিন্দাদের। আয়লা, আম্ফান ও ইয়াশ সবই হয়েছিল মে মাসে। আর চলতি বছরে মে মাস পড়তেই প্রাকৃতিক বিপর্যয়ের অশনি সংকেত শুনিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ইয়েমেনে রাখা ঝড়ের নাম দেয়া হয়েছে মোখা। আর তা জানতে পেরছ শিওরে সংক্রান্তি উপকূলবর্তী এলাকায়। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২, হাড়োয়া, হাসনাবাদ ও মিনাখাঁ এই ব্লক গুলিতে বারবার বিপর্যয় আঘাত হেনেছে। মে মাসে ঘটে যাওয়া একাধিক প্রাকৃতিক বিপর্যয় এখনো সুন্দরবনের মানুষের স্মৃতিতে রয়ে গিয়েছে। ঝড়ের বিভৎসতা, মানুষের মৃত্যু মিছিল দেখেছে গোটা বাংলা। একে একে আম্ফান, ফণি, ইয়াশ ও বুলবুলের মত প্রাকৃতিক বিপর্যয় দেখেছে গোটা বাংলা। আবার ধেয়ে আসছে মোখা। তাই নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনের মানুষ। আবার কি ভয়ংকর প্রাকিতিক বিপর্যয় তাদেরকে গ্রাস করতে চলেছে? ইয়াশ পরবর্তী অশনি, জাওয়াদ ও সিত্রাং আতঙ্ক কাটিয়ে সুন্দরবনের মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখতে হতে পারে সুন্দরবনের মানুষকে। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ মল্লিক বলেন, “আবার দুর্যোগের সতর্কবার্তা এসেছে। আমরা ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র, ত্রাণ শিবির, স্কুল বাড়ি গুলোকে সচল রাখছি। পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আইসিডিএস সেন্টার গুলোতে পর্যাপ্ত পরিমানে স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশিকা জারি হয়েছে। সেেচদপ্তর, ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফ থেকে নদী বাঁধগুলিতে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে।”