Suvendu On Partha: ‘রাজ্যে অপা সিন্ডিকেট চলত’, শুভেন্দুর শূলে বিদ্ধ পার্থ-অর্পিতা

Jul 27, 2022 | 11:57 PM

Suvendu On Partha: উত্তরপাড়ার সভায় বিস্ফোরক মমতা। 'উনি হুগলি গিয়েছিলেন কয়েকটা মিথ্যা কথা বলতে। এ সরকার সনাতন ধর্ম বিরোধী', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শুভেন্দুর।

কলকাতা: SSC থেকে গ্ৰুপ ডি, লাগাতার দুর্নীতির খবরে তোলপাড় রাজ্য। নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এমতাবস্থায় ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ‘যত কাণ্ড, এ বাংলায়’, রাজভবনে আক্ষেপ বিরোধী দলনেতার।

‘রাজ্যে ভুয়ো আইএএস ভ্যাকসিন দিয়ে দেয়। চাকরি নিয়ে যা হচ্ছে তাতে এমন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বহিষ্কারের দাবি করতে পারেন মুখ্যমন্ত্রী, তবে তিনি করবেন না’, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ শুভেন্দুর। বিরোধী দলনেতার আরও দাবি, ‘রাজ্যে পিসি ভাইপোর সিন্ডিকেট সবাই জানেন, এখানে আবার অপা সিন্ডিকেটও চলত।’আইকোর, পিনকন, প্রয়াগ – সব দুর্নীতিতেই নাকি যুক্ত পার্থ চট্টোপাধ্যায়, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। সাহা টেক্সটাইল থেকে প্রয়াগের সকল অনুষ্ঠানে নাকি পার্থই ছিলেন মাথা, দাবি বিজেপি নেতার।

‘এজেন্সি দিয়ে সরকার ভাঙার প্রয়াস বিজেপির’, হুগলির উত্তরপাড়ার সভা থেকে বিস্ফোরক দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘উনি হুগলি গিয়েছিলেন কয়েকটা মিথ্যা কথা বলতে। এ সরকার সনাতন ধর্ম বিরোধী’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শুভেন্দুর। বেলাগাম দুর্নীতি নিয়ে জেরবার তৃণমূল, এমতাবস্থায় দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেই যে রাজনীতির ময়দানে লড়ছে বিজেপি, তা স্পষ্ট বিরোধী দলনেতার বাক্যবাণেই।