Rubel Das: শুটিং বন্ধ রুবেলের, পাশে প্রেমিকা শ্বেতা ও পরিবার

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 20, 2023 | 9:34 PM

প্রেমিক রুবেল দাসকে চোখে হারাচ্ছেন শ্বেতা ভট্টাচার্য। শুটিং সেটে দুর্ঘটনার কবলে গোড়ালি ভাঙে রুবেল দাসের। বর্তমানে তাঁর দুই পায়েই প্লাস্টার। শ্বেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, "তুমি দাঁড়াবে, তুমি দৌড়বে, তুমি নাচবে... আর আমি সবসময় তোমার পাশে থাকব, সারা জীবন।” তবে জানা গিয়েছে, আগের থেকে ভাল আছেন অভিনেতা।

রুবেলের পাশে শ্বেতা
প্রেমিক রুবেল দাসকে চোখে হারাচ্ছেন শ্বেতা ভট্টাচার্য। শুটিং সেটে দুর্ঘটনার কবলে গোড়ালি ভাঙে রুবেল দাসের। বর্তমানে তাঁর দুই পায়েই প্লাস্টার। শ্বেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, “তুমি দাঁড়াবে, তুমি দৌড়বে, তুমি নাচবে… আর আমি সবসময় তোমার পাশে থাকব, সারা জীবন।” তবে জানা গিয়েছে, আগের থেকে ভাল আছেন অভিনেতা।

রুবেলকে নিয়ে উৎকণ্ঠায় সুদীপা
দুর্ঘটনায় দু’পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ধারাবাহিকের পরিচিত মুখ রুবেল দাস। উৎকণ্ঠায় দিন কাটছে প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের। উৎকণ্ঠায় আরও একজন। তিনি সুদীপা চট্টোপাধ্যায়। কাজের সূত্রে আলাপ হলেও শ্বেতা ও রুবেলের সঙ্গে তাঁর সম্পর্ক যে কখন এতটা গভীর হয়ে গিয়েছে, তা নিজেও টের পাননি সুদীপা। তাই খবরটা শোনার পর থেকে কিছুতেই স্থির থাকতে পারছেন না তিনি।

কী বললেন দেব?
মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র শুটিং অভিজ্ঞতা কেমন ছিল? এবার ভিডিয়ো শেয়ার করে নিজেই জানালেন অভিনেতা-সাংসদ দেব। ২৫০ থেকে ৩০০ সিঁড়ি ভেঙে পৌঁছতে হত দুর্গে। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম। তবে এত সুন্দর লোকেশনে শুট বহুদিন পর পর্দায় আসছে, দাবি তাঁর।

সৃজিতের চমক
আসছে ‘দশম অবতার’। খবর প্রকাশ্যে এনেই চমক জাগালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় করলেন এক পোস্ট। যেখানে তাঁর সঙ্গে দেখা গেল আরও আট সেলেবকে–রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জয়া আহসান ও চিত্রগ্রাহ শমীক হালদার। এই প্রজেক্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও থাকার কথা ছিল। তবে তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর স্থানে আসেন জয়া আহসান।

মধুমিতার বার্তা
পাহাড় কোলে হারালেন মধুমিতা সরকার। সেখান থেকেই ভক্তদের এক উপদেশ দিলেন অভিনেত্রী। ধ্যানের জন্য কোনও বিশেষ পোজ়ের প্রয়োজন নেই। এক ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘নিজেকে আবিষ্কার কর, দেখবে রক কনসার্টেও ধ্যান করতে পারছ।’

টিআরপিতে এগিয়ে কে?
বাংলা সিরিয়ালের টিআরপি চার্ট জানাচ্ছে, এই সপ্তাহে প্রথম হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। পেয়েছে ৮.৬। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৭। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’।

ছিটকে গেল নতুনেরা
পুরনো ধারাবাহিকের কাছে পাত্তা পাচ্ছে না নতুন ধারবাহিকেরা– এ সপ্তাহের টিআরপি চার্ট অন্তত সে ইঙ্গিতই করছে। কিছু দিন আগেই শুরু হয়েছে দুই নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ ও ‘সন্ধ্যাতারা’। ওই দুই ধারাবাহিকই নেই প্রথম দশে।

কটাক্ষের মুখে…
‘প্রজেক্ট কে’তে প্রভাসের লুক দেখে বেজায় চিন্তায় নেটপাড়া, আরও এক ফ্লপের আশঙ্কায় সকলেই। অভিনেতাকে সাবধান করার উদ্দেশে ভক্তরা লিখলেন, দয়া করে আরও এক ‘আদিপুরুষ’ তৈরি করবেন না।

মা হলেন ঈশিতা
অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ ছবির অঞ্জুকে মনে আছে? ওই চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী ঈশিতা দত্ত। মা হলেন তিনি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঈশিতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই ভাল আছেন।