Taki Police Help Center: টাকি প্রস্তুত আপনাদের জন্য
ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে টাকিতে চালু হলো পুলিশি পর্যটন সহায়তা কেন্দ্র। টাকি পৌরসভা ও বিধায়ক তহবিলের যৌথ টাকায় টাকি রাজবাড়ি ঘাটের পাশে ইছামতী নদীর পাড়ে এই কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। এর মধ্যে বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জির তহবিল থেকে ৭ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা টাকি পৌরসভা দিয়েছে।
ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে টাকিতে চালু হলো পুলিশি পর্যটন সহায়তা কেন্দ্র। টাকি পৌরসভা ও বিধায়ক তহবিলের যৌথ টাকায় টাকি রাজবাড়ি ঘাটের পাশে ইছামতী নদীর পাড়ে এই কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। এর মধ্যে বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জির তহবিল থেকে ৭ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা টাকি পৌরসভা দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র টাকি।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই টাকিকেই আন্তর্জাতিক পর্যটনস্থল হিসেবে গড়ে তোলা হচ্ছে। ফলে ভ্রমণপিপাসুদের কাছে ক্রমশই টাকির গ্রহণযোগ্যতা বাড়ছে। সেক্ষেত্রে পর্যটকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সহায়তা কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এনিয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “টাকি ক্রমশই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তাই বিধায়ক তহবিল ও পুরসভার উদ্যোগে পর্যটকদের স্বার্থে কেন্দ্রটি তৈরি করা হল। এখান থেকে পর্যটকরা যেমন সুরক্ষা ও পাবেন তেমনি ভ্রমণের নির্দেশিকাও পাবেন।” টাকি পৌরসভার পৌর প্রধান সোমনাথ মুখোপাধ্যায়ের বলেন, “এমনিতে টাকিতে কোনো সমস্যা নেই।
পৌরসভা ও পুলিশ প্রশাসন সর্বদাই পর্যটকদের পরিষেবা ও সুরক্ষা দিচ্ছে। আগামীদিনে রাজ্য সরকার টাকি পর্যটন।কেন্দ্রের আরো উন্নয়ন করবে। ফলে পর্যটকদের সংখ্যাও বাড়বে। সে কথা মাথায় রেখেই পুলিশের এই সহায়তা কেন্দ্র গড়া হলো।” এই পুলিশি সহায়তা কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডঃ জবি থমাস কে., অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দোপাধ্যায়, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ও টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ প্রমূখরা। পাশাপাশি টাকীতে আগত পর্যটকদের জন্য চালু করা হয়েছে একটি হেল্পলাইন নাম্বারও। হেল্পলাইন নাম্বারটি হল ৯৮০০২৩২৩১১। এই হেল্পলাইন নম্বরে ফোন করলে সমস্ত রকম পুলিশি সহায়তা পাবেন টাকির পর্যটকরা। কোন সমস্যায় পড়লেও তারা এই নম্বরে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে পারবেন খুব সহজেই।