Tapas Roy: ছাত্র সংগঠন নিয়ে অসন্তুষ্ট বিধায়কই!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 22, 2023 | 3:07 PM

তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের কাজে অসন্তুষ্ট বিধায়ক। বরানগরে প্রকাশ্য মঞ্চ থেকে সংগঠনের নেতাদের উদ্দেশ্যে কটাক্ষের সুর বিধায়ক তাপস রায়ের গলায়। ২৮শে আগস্ট আসলে জেগে উঠবেন।আর তারপর ঘুমিয়ে পড়বেন এটা হবে না, বলেন তিনি।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে সংগঠনের ছাত্র নেতাদের কাজে অসন্তোষ প্রকাশ করলেন বিধায়ক তাপস রায়। বরানগরে প্রকাশ্য মঞ্চ থেকে তাপস রায় বলেন, ২৮শে আগস্ট আসলে জেগে উঠবেন।আর তারপর ঘুমিয়ে পড়বেন এটা হবে না। আমরা ছাত্র রাজনীতি ধাপে ধাপে করে উপরের দিকে উঠেছি। আর এখনকার ছাত্র নেতারা তিরিং বিরিং করে রাজ্য থেকে জেলা সব জায়গায়। এতে তাদেরও ক্ষতি। সংগঠনেরও ক্ষতি। দলেরও ক্ষতি। দল ও সংগঠনটাকে ভালো করে করুন‌। আমি দল ও সংগঠনকে ভালো করতে এসেছি।নিজের ভালো করতে আসেনি। *তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনটা রিক্রুটিং সেন্টার নয়!! এটা হলো ট্রেনিং সেন্টার। এখানে ট্রেনিং ঠিকমতো না করলে দেখবেন গোত্তা খাচ্ছেন। আর ভালো কিছু করার চেষ্টা করলেও দেখবেন করতে পারছেন না। বরানগরে প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের নেতাদের এমনভাবেই কটাক্ষ করলেন শাসকদলের বরানগরের বিধায়ক তথা তৃণমূল মুখপাত্র তাপস রায়। বিধায়ক তাপস রায়ের কটাক্ষের জবাবে বিজেপি নেতা কিশোর কর বলেন,বড় নেতারা ক্ষমতায় আসার পর যেভাবে টাকা রোজগার করছে।সেটা দেখে ছাত্র সংগঠনের নেতারাও ভাবছে কত তাড়াতাড়ি তারাও সেটা রোজগার করতে পারবে।