Chinsurah News: ভাড়াটে বাড়িওয়ালাকে বলে ‘বদমাইশ’, তারপর?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 31, 2023 | 7:37 PM

চুঁচুড়া তালডাঙা বুড়োশিবতলা এলাকায় ভারাটে বাড়িওয়ালা বিবাদ,বাড়িওয়ালাকে ভাড়াটে বদমাশ বলায় মহিলা ভাড়াটেকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। আহত ভাড়াটে ভর্তি হাসপাতালে।

চুঁচুড়া তালডাঙা বুড়োশিবতলা এলাকায় সুরজিৎ দাসের বাড়িতে গত এক বছর ধরে বৃ্দ্ধা মাকে নিয়ে ভাড়া থাকেন শ্বেতা লাহিড়ী।শ্বেতা আয়ার কাজ করেন।গতকাল তিনি কাজে গিয়েছিলেন বাড়িতে ছিলেন তার মা ও দিদি। বাড়িওয়ালা কয়েকজন লোককে নিয়ে তার ঘরে ঢোকার চেষ্টা করে।গেট বন্ধ থাকায় পাঁচিল টপকে ভিতরে ঢোকে বলে অভিযোগ।শ্বেতা জানান বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গে সমস্যা ছিল তাই তিনি কাজে গেলে দরজা বন্ধ রাখতে বলে যান মা ও দিদিকে।দিদির ফোন পেয়ে দ্রুত বাড়ি ফেরেন শ্বেতা।দেখেন বাড়িওয়ালা বাড়ি বিক্রি করবেন বলে লোক নিয়ে এসেছেন।পাঁচিল টপকে ভিতরে ঢোকায় বাড়িওয়ালা সুরজিৎ দাসকে ভাড়াটে বলেন ‘আপনি বদমাশ লোক।আমার মা অসুস্থ আমাকে ফোন না করে আপনি কেন জোর করে বাড়িতে ঢুকলেন’।এই কথা বলতেই প্রথমে গলা টিপে ধরেন তারপর একটি মার্বেলের টুকরো দিয়ে মাথায় আঘাত করেন বাড়িওয়ালা।মাথা ফেটে রক্ত পড়তে থাকে।সেই অবস্থায় চুঁচুড়া থানায় যান শ্বেতা।থানায় অভিযোগ করেন।পুলিশ তাকে চিকিৎসা করাতে বললে তিনি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন।
ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করেছে।