Kolkata tour: এবার অ্যাপেই পাবেন কলকাতার খুঁটিনাটি

Kolkata tour: এবার অ্যাপেই পাবেন কলকাতার খুঁটিনাটি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 18, 2023 | 6:03 PM

কলকাতার দ্রষ্টব্য স্থানগুলির বিস্তারিত বিবরণ দিয়ে অ্যাপ আনছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এই অ্যাপের কথা। টক টু মেয়র অনুষ্ঠানে এক সহনাগরিক এই অ্যাপ তৈরির অনুরোধ জানান।

কলকাতার দ্রষ্টব্য স্থানগুলির বিস্তারিত বিবরণ দিয়ে অ্যাপ আনছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এই অ্যাপের কথা। টক টু মেয়র অনুষ্ঠানে এক সহনাগরিক এই অ্যাপ তৈরির অনুরোধ জানান। কলকাতা নতুন দ্রষ্টব্য স্থানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের খুঁটিনাটি থাকবে সেই অ্যাপে। অ্যাপের নাম হবে ‘মাই কলকাতা’। শহরের বিমানবন্দর রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানারে বিজ্ঞপিত হবে এই অ্যাপের। পুজোর আগেই উদ্বোধন হবে এই অ্যাপ। মেয়র ফিরহাদ হাকিম দ্রুত এই অ্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন মেয়র পরিষদ আইটি সন্দীপন সাহাকে। কলকাতার দর্শনীয় স্থানের খোলা ও বন্ধ হবার সময় দেওয়া থাকবে এই অ্যাপে। কোথায় কোথায় লাইট এন্ড সাউন্ড শো হয়, কোন ভাষার শো কখন তা ও থাকবে ‘মাই কলকাতা’ অ্যাপে। ভ্রমণ পিপাসু পর্যটকরা পর্যাপ্ত তথ্যের অভাবে অনেক সময়ে দেরিতে পৌঁছান। সেই অসুবিধে দূর করবে ‘মাই কলকাতা’ অ্যাপ। নতুন কলকাতা নিউটাউনের সম্পর্কে বিস্তারিত তথ্যও থাকবে এই অ্যাপে। থাকবে ওই স্থানগুলি বন্ধের সময়ও। থাকবে বিশ্ব বাংলা গেট, নিউটাউন কফি হাউস বা এয়ার ক্র্যাফট মিউজিয়ামের খোলা ও বন্ধের সময়। অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।