Artificial Intelligence: এবার প্লেন ওড়াবে এআই?
সম্প্রতি এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এমনই ইঙ্গিত দিলেন। টিমের মতে যাত্রীরা মানুষ পাইলটের উড়ানে চড়তে অভ্যস্ত। যন্ত্রের চেয়ে মানুষকেই যাত্রীরা অধিক সুরক্ষিত মনে করেন। তবে এমিরেটস প্রেসিডেন্টের মতে এই জায়গায় সম্ভাবনা আছে এআইয়ের। ককপিটে দুজন পাইলট বিমানের উড়ান অবতরণ ও ফ্লাইট চলাকালীন অন্য বিষয়ের দায়িত্বে থাকেন
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই এবার ককপিটে? প্লেন ওড়াবে এআই প্রযুক্তি। সম্প্রতি এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এমনই ইঙ্গিত দিলেন। টিমের মতে যাত্রীরা মানুষ পাইলটের উড়ানে চড়তে অভ্যস্ত। যন্ত্রের চেয়ে মানুষকেই যাত্রীরা অধিক সুরক্ষিত মনে করেন। তবে এমিরেটস প্রেসিডেন্টের মতে এই জায়গায় সম্ভাবনা আছে এআইয়ের। ককপিটে দুজন পাইলট বিমানের উড়ান অবতরণ ও ফ্লাইট চলাকালীন অন্য বিষয়ের দায়িত্বে থাকেন। সেই দায়িত্বের মধ্যে থাকে যাত্রী সুরক্ষাও। সেই কাজ পুরোপুরি কি সামলাতে পারবে এআই পাইলট সিস্টেম। প্রাথমিকভাবে একজন মানুষ পাইলটের সঙ্গে দেখা যেতে পারে এআই পাইলট সিস্টেম। ভবিষ্যতে সম্পূর্ণভাবে এআই চালিত বিমান দেখা যেতে পারে, মত এমিরেটস প্রেসিডেন্টের। তবে কেবল বিমানের উড়ানের যান্ত্রিক দিক ছাড়াও পাইলটের আরও অনেক কাজ রয়েছে। সেই কাজে নিতে হয় বহু সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেবার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা কার্যকর হবে সেটা তর্কের বিষয়। এটাও স্বীকার করে নিয়েছেন টিম ক্লার্ক।