Panchayat Election 2023: শ্রীহীন শ্রীনগর!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 20, 2023 | 8:00 PM

এখানে জল জমে বরফ বা তুষার হয় না। জমা জলে ডিম পাড়ে মশা। খাল ভরে বর্জ্যে আর আগাছায়। বর্ষায় রাস্তায় ছাপিয়ে ওঠে জমা জল। দুর্গন্ধ, আর অস্বাস্থ্যকর পরিবেশ। ভাঙা রাস্তায় ঠোক্কর খায় গ্রাম্য জীবন যাপন। জলের জন্য আছে একটা নলকূপ। সেটাও তেমন রক্ষণাবেক্ষণ হয় না। ওটা গেলে কী হবে কেউ জানে না। ভোট আসে ভোট যায়। কিছু প্রতিশ্রুতি থাকে , বেশির ভাগই বন্যার জলের মতো ভেসে যায়

গ্রামের নাম শ্রীনগর। দক্ষিণ ২৪ পরগনার কামারচক অঞ্চলের কুলপির পশ্চিম শ্রীনগর পঞ্চায়েতে সাদা মাটা মামুলী গ্রাম। নামেই শ্রীনগর! এখানে জল জমে বরফ বা তুষার হয় না। জমা জলে ডিম পাড়ে মশা। খাল ভরে বর্জ্যে আর আগাছায়। বর্ষায় রাস্তায় ছাপিয়ে ওঠে জমা জল। দুর্গন্ধ, আর অস্বাস্থ্যকর পরিবেশ। ভাঙা রাস্তায় ঠোক্কর খায় গ্রাম্য জীবন যাপন। জলের জন্য আছে একটা নলকূপ। সেটাও তেমন রক্ষণাবেক্ষণ হয় না। ওটা গেলে কী হবে কেউ জানে না। ভোট আসে ভোট যায়। কিছু প্রতিশ্রুতি থাকে , বেশির ভাগই বন্যার জলের মতো ভেসে যায়। তলানিতে জমে থাকে ক্ষোভ, অপ্রাপ্তি আর না পাওয়া গুলো। গ্রামের পূতিগন্ধময় খালের পাশেই বাড়ি পঞ্চায়েত সদস্যের। হাতের কাছে প্রশাসন বলতে তিনিই। তাই গ্রামবাসীর অভিযোগের তীর তাঁর দিকেই। বাকি ১০০ দিনের টাকা। স্বভাবতই গ্রামবাসী খেপে আছেন পঞ্চায়েত সদস্যের ওপরে। কীভাবে করবেন এবারের ভোট প্রচার? ডাল লেকের মন ভোলানো ছবি নেই। নিষাদ বাগ, শালিমার বাগের সৌন্দর্য নেই, বেঁচে থাকার জরুরি দাবিগুলো নিয়ে আছে এই শ্রীনগর। অবহেলার কচুরিপানার ফুল ফোটে এই শ্রীহীন শ্রীনগরে।