CNG Cars: লঞ্চ হল ডুয়াল সিএনজি সিলিন্ডার গাড়ি

May 28, 2023 | 4:40 PM

CNG Cars: সিএনজি গাড়ির চাহিদা বাড়ছে ভারতীয় বাজারে। অনেক কোম্পানি এই সিএনজি গাড়ি লঞ্চ করেছে। টাটা মোটরস লঞ্চ করেছে সিএনজি গাড়ি।

সিএনজি গাড়ির চাহিদা বাড়ছে ভারতীয় বাজারে। অনেক কোম্পানি এই সিএনজি গাড়ি লঞ্চ করেছে। টাটা মোটরস লঞ্চ করেছে সিএনজি গাড়ি। এই গাড়ির নাম Altroz। এই গাড়িতে আছে ডুয়াল সিএনজি সিলিন্ডার। এই গাড়িতে একাধিক ফিচার আছে। এই গাড়িতে পাবেন অটো হেডল্যাম্প ,ওয়্যারলেস চার্জার,ডুয়াল টোন অ্যালয় হুইল। সিএনজি চালাতে পারবেন সরাসরি এই গাড়িতে। এই গাড়িতে আছে ইনফোটেইনমেন্ট সিস্টেম,রিয়ার এসি ভেন্ট,ভয়েস অ্যাসিস্ট সানরুফ। এই গাড়িতে ১.২ লিটার রেভোট্রন ইঞ্জিন আছে । সিএনজি মোডে এই গাড়ির টর্ক ১০৩ নিউটন মিটার। জ্বালানির ঢাকনা খোলা থাকলে, গাড়ি চালু করা যায় না। সুরক্ষার জন্য একটি মাইক্রো সুইচ আছে। নিরাপত্তার জন্য এই গাড়িতে আছে ব্রেক ওয়ে কন্ট্রোল,ডুয়াল এয়ারব্যাগ। এই গাড়িতে ৬টি ভ্যারিয়েন্ট আছে । Altroz ​​CNG-এর দাম ৭.৫৫ লক্ষ টাকা থেকে শুরু।