Panchayat Election 2023: ব্যাগ ভর্তি তাজা বোমা!
ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ইটাহারে। পুনর্নির্বাচন চলাকালীন বুথের পাশের গ্রামে জনবসতিপূর্ন এলাকায় আম বাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো।
ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ইটাহারে। পুনর্নির্বাচন চলাকালীন বুথের পাশের গ্রামে জনবসতি পুর্ন এলাকায় আম বাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো।
পুনর্নির্বাচন চলাকালীন বুথ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পাড়ার ভেতরে আম বাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের কাপাশিয়া গ্রাম পঞ্চায়েতের কামারডাঙা গ্রামে।
এলাকার কালিমনী লক্ষ্মীপুর বুথে চলছিল ভোট। সে সময়ই একটি ব্যাগে বেশ কয়েকটি বোমা দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ইটাহার থানার পুলিশ। ইটাহারের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে।
তবে ভোটের দিন রাতে ওই এলাকায় বোমাবাজির ঘটনা আর ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে ওই বুথে পুনরায় নির্বাচন চলছে বলে স্থানীয়দের দাবী। আর এদিন এই ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গবাদী পশুদের বিচরণ করে আবার এলাকায় শিশুরাও ওই আম বাগানে খেলাধুলা করে। তাই যে কোনো সময় বোমা ফেটে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আতঙ্কে এলাকাবাসীরা। দুস্কৃতিদের বিরুদ্ধেও সড়ব হয়েছেন স্থানীয়রা। তবে মালদা থেকে বোম্ব স্কোয়াড এলে বোমা গুলি নিস্কৃয় করা হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।