Viral Video: টিকিট নেই, যাত্রী আর টিকিট পরীক্ষকের বচসার ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 10, 2023 | 8:32 PM

চেকারকে ওই যাত্রী বলছেন,'আমি আপনার শক্তির সঙ্গে পেরে উঠব না ম্যাডাম'। আমি নামব!আমাকে ছেড়ে দিন,যেতে দিন। আমি তো আগেই নেমে যেতে চেয়েছিলাম,আপনি আমাকে যেতে দেননি'

একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গেল, ট্রেনে দুই মহিলার মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। তাঁদের একজন কম বয়সী,আর একজনের বয়স একটু বেশি। যাঁর বয়স বেশি, তিনি টিকিট পরীক্ষক। কম বয়সী মহিলা টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছেন। তাঁর জামা ধরে তাঁকে ট্রেন থেকে নামানোর চেষ্টা করছেন ওই টিকিট পরীক্ষক। চরম কথা-কাটাকাটি চলছে দুজনের মধ্যে। চেকারকে ওই যাত্রী বলছেন,’আমি আপনার শক্তির সঙ্গে পেরে উঠব না ম্যাডাম’। আমি নামব!আমাকে ছেড়ে দিন,যেতে দিন। আমি তো আগেই নেমে যেতে চেয়েছিলাম,আপনি আমাকে যেতে দেননি’। এই ভাবেই বাদানুবাদ চলতে-চলতে মেয়েটি চেকারের ঘেরাটোপ থেকে নিজেকে বাঁচান। ট্রেনের দরজার সামনে গিয়ে বলেন,’আপনার শক্তির সঙ্গে আমি কি কখনও পেরে উঠি?’ তা শোনার পরে টিকিট পরীক্ষক বলেন,’গায়ে তো মোষের মতো শক্তি!’। টিকিট পরীক্ষক আরও বলেন,’নির্লজ্জ বেহায়া মেয়ে! বিনা টিকিটে ট্রেনে চেপেছে’। তিনি আরও জানান যে, ওই যাত্রী হাসপাতালে চাকরি করেন,তা-ও ট্রেনের টিকিট কাটেন না। ভিডিয়োটি ইস্টাগ্রামে কলকাতা চিত্রগ্রাফি নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্রেডিট হিসেবে দেবশ্রী নামের এক মহিলাকে ধন্যবাদ জানানো হয়েছে। বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন।

Published on: Apr 10, 2023 08:32 PM