Alignment Of 5 Planets: মার্চ মাসে আকাশে দেখা যাবে এই ৫ গ্রহ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Mar 28, 2023 | 5:25 PM

চলতি মাসে সৌরজগতের ৫টি গ্রহ পৃথিবী থেকে দেখা যাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে,৫টি গ্রহ আকাশে একটি সরল রেখায় দেখা যাবে।

চলতি মাসে সৌরজগতের ৫টি গ্রহ পৃথিবী থেকে দেখা যাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে,৫টি গ্রহ আকাশে একটি সরল রেখায় দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ২ থেকে ৩টি গ্রহ একসঙ্গে দেখা দেওয়ার ঘটনাকে বলা হয় কনজাঙ্কশন। একসঙ্গে ৫টি গ্রহ দৃশ্যমান হওয়ার ঘটনা সত্যিই বিরল। এই বিরাট মহাকাশে কোথায় খুঁজবেন এই গ্রহদের? ৫-টি গ্রহের মধ্যে ৪টিকে নক্ষত্রের মতো দেখাবে।বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে নক্ষত্রের মতো দেখা যাবে। বুধকে দেখা যাবে উত্তর-উত্তর-পশ্চিম দিকে, ক্ষিণ-দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে। দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে। শুক্র গ্রহকে দেখা যাবে পূর্ব-উত্তর-পূর্বে। যদি একটি ভাল টেলিস্কোপ পান,তাহলে তো সোনায় সোহাগা। এবার ভাবছেন এখন টেলিস্কোপ কোথায় পাবেন। চিন্তার কোনও প্রয়োজন নেই। শুধু সময় মতো আকাশের দিকে তাকাবেন আর দেখতে পেয়ে যাবেন। ইউরেনাস দেখতে বিশেষভাবে ওই দিন দূরবীনের প্রয়োজন হবে। শুক্র এবং বৃহস্পতি উভয়ই অত্যন্ত উজ্জ্বল গ্রহ, তাদের খালি চোখে দেখা যাবে। মঙ্গল গ্রহ কিছুটা ধোঁয়াশা,তবে এটি খালি চোখে দেখতে পাবেন। যদি আকাশ খুব পরিষ্কার থাকে তবে বুধকেও দেখতে পাবেন ভাল করে। যখন ইউরেনাস দেখার পালা আসবে,টেলিস্কোপ ছাড়া তা দেখা সম্ভব হবে না। আবহাওয়া খারাপ থাকলে একটি গ্রহও দেখা যাবে না।