Cow Smuggling News: গণধোলাইয়ে গরু চোরের মৃত্যু, গ্রেফতার ৩

Aug 24, 2022 | 11:23 PM

Cattle Smuggling: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু চুরি করতে ঢোকে কয়েকজন দুষ্কৃতি। তাদের মধ্যে একজনকে ধরে ফেলে গ্রামবাসী। তারপর চলে বেধড়ক মার...

জলপাইগুড়ি: গরু পাচার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তুঙ্গে চর্চা। আগেই হাজতবাসে গিয়েছেন এনামুল হক, সায়গল হোসেন। বুধবার ১৪ দিনের জন্য গারদে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকেও। এই পরিস্থিতিতে এবার গরু পাচার নিয়ে সংবাদ শিরোনামে উত্তরবঙ্গ। জলপাইগুড়ির রাজগঞ্জে গরু চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত এক। ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তে রাজগঞ্জের কুকুরযান অঞ্চলের বড়ুয়াপাড়ায় গরু চুরি করতে ঢোকে কয়েকজন দুষ্কৃতি। তাদের মধ্যে একজনকে ধরে ফেলে গ্রামবাসী। তারপর চলে বেধড়ক মার। সেই গণপ্রহারেই প্রাণ হারায় অভিযুক্ত গরু চোর। এই ঘটনায় ৩ গ্রামবাসীকে গ্রেফতার করা হলে বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় উত্তাল জনতা। গ্রেফতার হওয়া অভিযুক্তের পরিবারের এক সদস্য TV9 বাংলার ক্যামেরায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “পুলিশ যদি কিছু করতে না পারে আমরা কি চোরকে পুজো করব? আমাদের লোককে জোর করে আটকে রাখা হয়েছে।” রাজগঞ্জের ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল। কোনও রকম মন্তব্য করতে শোনা যায়নি বিজেপিকেও। তবে গরু পাচার নিয়ে যখন বাংলার রাজনীতি টালমাটাল, তখন এই ঘটনা স্বাভাবিকভাবেই জ্বলন্ত ইস্যুতে নতুন করে ঘি ঢালবে বলেই আশঙ্কা ওয়াকিবহল মহলের একাংশের।