Royal Enfield Hunter 350: মার্কিন মুলুকে দৌড়বে হান্টার ৩৫০

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 27, 2023 | 3:12 PM

২০২২ সালে ভারতে লঞ্চ হয় রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এবার এই বাইক মার্কিন মুলুকে লঞ্চ করল সংস্থা। এই বাইক সম্প্রতি ওই দেশে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর একাধিক ভেরিয়েন্ট বিক্রি হয়।

২০২২ সালে ভারতে লঞ্চ হয় রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এবার এই বাইক মার্কিন মুলুকে লঞ্চ করল সংস্থা। এই বাইক সম্প্রতি ওই দেশে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর একাধিক ভেরিয়েন্ট বিক্রি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইকটির মেট্রো ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। এই ভেরিয়েন্টে রয়েছে ৬টি কালার টোনের বিকল্প। রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইকে মজুত ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। সিটি রাইডিংয়ের পাশাপাশি এই মোটরসাইকেলকে অফ-রোডিংয়ের ক্ষেত্রেও দারুণ পারদর্শী। হান্টারে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট স্মার্টফোনের জন্য। নিও-রেট্রো ডিজাইনের বাইকটি পারফরম্যান্সের দিক দিয়েও দুরন্ত। রয়্যাল এনফিল্ড হান্টারে রয়েছে ৩৫০ সিসি ইঞ্জিন,সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। রয়েছে ১৩ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। ভারতে বাইকটি মাইলেজ দেয় প্রায় ৩৫ কিলোমিটার। রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর সিট হাইট ৮০০ মিলিমিটার। ভারতে রয়াল এনফিল্ড হান্টার ৩৫০ রেট্রো ফ্যাক্টরির দাম ১.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। মেট্রো ড্যাপার ভেরিয়েন্টের দাম ১.৬৬ লাখ টাকা (এক্স-শোরুম)। মেট্রো রেবেল ভেরিয়েন্টের দাম ১.৭১ লাখ টাকা (এক্স-শোরুম)। মার্কিন যুক্তরাষ্ট্রে হার্লে-ডেভিডশনকে টক্কর দিতে পারে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০।