Bowhead Whales: এই তিমি ক্যানসারের উত্তর
আর্কটিক সাগরে আছে বেশ কিছু বো হেড তিমি। বো হেড তিমিদের ব্যাপারে এসেছে বিশেষ তথ্য। বৈজ্ঞানিকদের দাবি, এই তিমি থেকে তৈরি করা যাবে ক্যানসারের ওষুধ।
আর্কটিক সাগরে আছে বেশ কিছু বো হেড তিমি। বো হেড তিমিদের ব্যাপারে এসেছে বিশেষ তথ্য। বৈজ্ঞানিকদের দাবি, এই তিমি থেকে তৈরি করা যাবে ক্যানসারের ওষুধ। এই ওষুধ থেকে বাড়তে পারে মানুষের আয়ুও। এই তিমি লম্বায় প্রায় ১৮ মিটার। ওজন ৮০,০০০ কিলোগ্রাম। এই তিমিরা অনেক বছর বাঁচতে পারে। পরীক্ষা করা হয়েছে, এই তিমিদের আঁশ এবং ত্বক। জানার চেষ্টা করা হচ্ছে কীভাবে এই তিমিরা এত বছর বাঁচতে পারে। বো হেড তিমির ত্বকে আছে কিছু রাসায়নিক ক্ষমতা। সেই ক্ষমতার জন্য আঁশের ক্ষত খুব দ্রুত নিরাময় হয়। বো হেড তিমি যেভাবে জিনগত ত্রুটি নিরাময় করছে, তা সত্যিই অবাক করার মত। আগামী দিনে হয়তো ক্যানসারের মত রোগকে বশে আনতে সাহায্য করবে বো হেড তিমি।