Kakdwip News: বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হাড়হিম করা পোস্টার

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 10, 2023 | 7:41 PM

বিজেপির অভিযোগ, এ কাজ করেছে শাসক দলের দুষ্কৃতীরা। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভোটের আগে বাজার গরম করতে নিজেরা এই কাজ করেছে। আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে শোরগোল। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরেই বিজেপির উদ্দেশ্যে একটি হুমকি পোস্টার ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে এই পোস্টারের নীচে কারো নাম নেই। বিজেপির অভিযোগ, এ কাজ করেছে শাসক দলের দুষ্কৃতীরা। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভোটের আগে বাজার গরম করতে নিজেরা এই কাজ করেছে। আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে শোরগোল। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পোস্টারে লেখা আছে যদি কোন ব্যক্তি বিজেপির হয়ে প্রার্থী হন কিংবা বিজেপির হয়ে প্রচারে যান যেখানে পারবো তাদেরকে গুলি করে মারা হবে। দাদা ছাড়া কোন দল এখানে চলবে না। দলের সমর্থনে যারা প্রচার করবে তাদেরকে গুলি করে মারা হবে। মেঘনাথ দেবশর্মা নেতাজি অঞ্চলের বিজেপির মন্ডল সভাপতি। তাঁর উদ্দেশ্যে পরিষ্কার পোস্টারে লেখা আছে তাঁকে কোন পাড়ায় প্রচারে দেখতে পেলেই সেখানে গুলি করে মেরে দেয়া হবে। বিজেপি নেতা ও সমর্থকদের গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। বোম মেরে ঘরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। আর এমনই এক পোস্টারে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।