Tiger and Cow Viral: গরুর ভয়ে পালাল বাঘ!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Apr 28, 2023 | 6:58 PM

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা গেল,ওই বাঘটি লোকালয়ের মধ্যে একটি ফাঁকা মাঠে ঢুকে পড়ে হঠাৎ করেই। সেই মাঠেই কয়েকটি গরু চড়ে বেড়াচ্ছিল। বাঘটি আসা মাত্রই তাড়া করে গরুগুলিকে। বাঘের তাড়া খেয়ে বাকি গরুগুলি পালিয়ে গেলেও একা পড়ে যায় একটি বাছুর।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা গেল,ওই বাঘটি লোকালয়ের মধ্যে একটি ফাঁকা মাঠে ঢুকে পড়ে হঠাৎ করেই। সেই মাঠেই কয়েকটি গরু চড়ে বেড়াচ্ছিল। বাঘটি আসা মাত্রই তাড়া করে গরুগুলিকে। বাঘের তাড়া খেয়ে বাকি গরুগুলি পালিয়ে গেলেও একা পড়ে যায় একটি বাছুর। বাছুরটির এক্কেবারে ঘুম ছুটিয়ে দেয় ওই বাঘটি। বাছুরটি প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে বাঘটি বাছুরটিকে ধরে ফেলে। প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচল বাছুরটি। একটি গরুর তাড়া খেয়ে পালাল বাঘটি। এই ভয়ঙ্কর আক্রমণ থেকে বাছুরটি যেভাবে প্রাণে বেঁচেছে,তা সত্যিই নেটপাড়ার লোকজনের নজর কেড়েছে। এই ভিডিয়োটি শেয়ার করে সুশান্ত নন্দা লিখছেন,’বিশ্বের বন্য বাঘের মোট ৭৫% হল ভারতেরই’। সংখ্যাটা প্রায় ৩২০০। শীঘ্রই এই সংখ্যাটি তলানিতে ঠেকতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমরা সংখ্যাটাকে গুরুত্ব সহকারে ভাবব এবং মানুষের আবাসস্থলে তাদের কীটপতঙ্গ না বানিয়ে ফেলি’। একজন লিখছেন,’যদিও এই বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি। সম্ভবত,বর্তমান সময়ে মানুষ পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কীটপতঙ্গ! তাদেরও সংখ্যা হ্রাসের প্রাথমিক কারণ আমরাই’।

Published on: Apr 28, 2023 06:58 PM