Vote Violence : দুই ফুলশিবিরের সংঘর্ষ কালনা, নানুর ও কোন্নগরে, মোতায়েন কেন্দ্রীয় সেনা
নানুরে বিজেপির সভায় হামলার অভিযোগ রয়েছে সরাসরি ঘাসফুল শিবিরের দিকে। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা চরমে। দলীয় পতাকা লাগানো নিয়ে কোন্নগরে আক্রান্ত গেরুয়া কর্মীরা, ঘটনায় অভিযোগের আঙ্গুল তৃণমূল সমর্থকদের দিকে।
রবিবারে লাগাতার নির্বাচনী প্রচারের (West Bengal Assembly Election 2021) মাঝেই অব্যাহত ভোট সন্ত্রাস। তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) লাগাতার সংঘর্ষে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। নানুরে বিজেপির সভায় হামলার অভিযোগ রয়েছে সরাসরি ঘাসফুল শিবিরের দিকে। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা চরমে। দলীয় পতাকা লাগানো নিয়ে কোন্নগরে আক্রান্ত গেরুয়া কর্মীরা, ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠছে তৃণমূল সমর্থকদের দিকে।
[embedyt] https://www.youtube.com/watch?v=Is695XLwbnI[/embedyt]