West Bengal Assembly Election : ‘তথ্যগত ভুল’, বয়াল নিয়ে মমতার সকল অভিযোগ খারিজ কমিশনের

সৌরভ পাল |

Apr 04, 2021 | 4:48 PM

মমতার সকল অভিযোগ এক ধাক্কায় খারিজ করল নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাফ কথা, 'নির্বাচন কমিশনের সব চিঠি গুরুত্ব দিয়ে দেখার কোনও দরকার নেই।'

Follow Us

বয়ালে ব্যাহত হয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া, বঙ্গ নির্বাচনের (West Bengal Assembly Election 2021) হাইভোল্টেজ উপকেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) থেকে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠিবার্তাও পাঠান তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। সম্প্রতি সেই চিঠির জবাবে মমতার সকল অভিযোগ এক ধাক্কায় খারিজ করল নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাফ কথা, ‘নির্বাচন কমিশনের সব চিঠি গুরুত্ব দিয়ে দেখার কোনও দরকার নেই।’

 

[embedyt] https://www.youtube.com/watch?v=mfatcW2xg94[/embedyt]

বয়ালে ব্যাহত হয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া, বঙ্গ নির্বাচনের (West Bengal Assembly Election 2021) হাইভোল্টেজ উপকেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) থেকে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠিবার্তাও পাঠান তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। সম্প্রতি সেই চিঠির জবাবে মমতার সকল অভিযোগ এক ধাক্কায় খারিজ করল নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাফ কথা, ‘নির্বাচন কমিশনের সব চিঠি গুরুত্ব দিয়ে দেখার কোনও দরকার নেই।’

 

[embedyt] https://www.youtube.com/watch?v=mfatcW2xg94[/embedyt]

Next Video