Health University TMC: অরাজকতা, ২ ভাগ শাসকের চিকিৎসক শিবির!

| Edited By: Tapasi Dutta

Aug 02, 2023 | 7:47 PM

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অরাজকতার অভিযোগে আড়াআড়ি ভাগ তৃণমূলের দুই চিকিৎসক শিবিরে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অরাজকতার অভিযোগকে সামনে রেখে উপাচার্য সুহৃতা পালের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি শান্তুনু সেন-নির্মল মাজি গোষ্ঠীর। উল্টোদিকে বর্ধমান মেডিক্যাল কলেজে‌ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অনুষ্ঠানে অভীক দে'র হয়ে ব্যাট করলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায়।

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অরাজকতার অভিযোগে আড়াআড়ি ভাগ তৃণমূলের দুই চিকিৎসক শিবিরে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অরাজকতার অভিযোগকে সামনে রেখে উপাচার্য সুহৃতা পালের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি শান্তুনু সেন-নির্মল মাজি গোষ্ঠীর। উল্টোদিকে বর্ধমান মেডিক্যাল কলেজে‌ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অনুষ্ঠানে অভীক দে’র হয়ে ব্যাট করলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরীক্ষা হলের ফুটেজ কী ভাবে বের হল তা নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন। শুধু কী তাই! অভীক দে যে পর্যবেক্ষক হিসাবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরীক্ষার হলে গত ২৬ মে হাজির ছিলেন তার প্রমাণ হিসাবে অডিটোরিয়ামে প্রোজেক্টরের সাহায্যে দেখানো হল নির্দেশিকা। বর্ধমান তো বটেই। উত্তরবঙ্গ, সাগর দত্ত, রামপুরহাট মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখালেন সুশান্ত রায়-সুদীপ্ত রায়ের শিবিরের সমর্থক চিকিৎসক পড়ুয়ারা। এমন এক সময়ে যখন এই অরাজকতা নিয়ে প্রেস ক্লাবে আজ‌ই সাংবাদিক বৈঠক করবে তৃণমূল বিরোধী সাতটি চিকিৎসক সংগঠন।