Tomato Price Hike: টমেটো নেই ম্যাকে!
নোটিস দিয়ে জানিয়ে পদ থেকে টমেটো বাদ দিয়েছে ম্যাকডোনাল্ডস। এই নিয়ে টুইটারে হাসির হল্লা বয়ে গেছে। সেবির আদিত্য শাহ এই নোটিসের ছবি দিয়ে বলেন ম্যাকও টমেটো কিনতে পারছে না। দেশের সর্বত্র হু হু করে বেড়েছে টমেটোর দাম।
নোটিস দিয়ে জানিয়ে পদ থেকে টমেটো বাদ দিয়েছে ম্যাকডোনাল্ডস। এই নিয়ে টুইটারে হাসির হল্লা বয়ে গেছে। সেবির আদিত্য শাহ এই নোটিসের ছবি দিয়ে বলেন ম্যাকও টমেটো কিনতে পারছে না। দেশের সর্বত্র হু হু করে বেড়েছে টমেটোর দাম। কলকাতা কিলো প্রতি ১৫২ টাকা। দিল্লি কিলো প্রতি ১৫০ টাকা। চেন্নাই কিলো প্রতি ১১৭ টাকা। মুম্বই কিলো প্রতি ১০৮ টাকা। দেশের মধ্যে ইউপির শাহজাহানপুরে টমেটোর দাম সর্বাধিক কিলো প্রতি ১৬২ টাকা। রাজস্থানের চুরুতে টমেটোর দাম কিলো প্রতি ৩১ টাকা। গুরগাঁও কিলো প্রতি ১৪০ টাকা। বেঙ্গালুরু কিলো প্রতি ১১০ টাকা। বারাণসী কিলো প্রতি ১০৭ টাকা। হায়দরাবাদ কিলো প্রতি ৯৮ টাকা। ভোপাল কিলো প্রতি ৯০ টাকা। ওই নোটিসে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ লিখেছে, সাময়িকভাবে তারা তাদের খাবারে টমেটো দিতে পারছে না। কারণ হিসাবে ম্যাকডোনাল্ডস বলছে, তাদের বিশ্বমানের টমেটোর জোগান এখন পাওয়া যাচ্ছে না। তাই ম্যাক এখন টমেটো বিহীন। যত দ্রুত ভাল টমেটো পাওয়া যাবে ম্যাকের প্লেটে ফিরবে টমেটো।