আসছে দেশীয় টসিলিজ়ুমাব, ট্রায়াল হচ্ছে খোদ কলকাতায়

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 10, 2021 | 11:20 PM

টসিলিজ়ুমাবের মত ওষুধ বাঁচাতে পারে রোগীর জীবন। কিন্তু সুইজারল্যান্ডের রসে ফার্মার তৈরি এই ওষুধর ভারতীয় বাজারে প্রতি ভায়ালের দাম ৪০হাজার টাকা। এই বিপুল দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আর এই জায়গাটিতেই কাজ করছে হায়দ্রাবাদের হেটেরো ফার্মা।

আসছে সস্তার দেশীয় টসিলিজ়ুমাব। সাম্প্রতিক সময়ে এই ওষুধটির কালোবাজারি প্রসঙ্গ উঠে এসেছিল সংবাদের শিরোনামে। মানব শরীরে কোনও ভাইরাস, ব্যাক্টেরিয়া বা ছত্রাক সংক্রমণ হলে শরীর সাইটোকাইন ক্ষরণ করে সংক্রমণ থেকে রক্ষা করে। কোভিড ১৯ করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী যখন আশঙ্কাজনক অবস্থায় থাকেন তখন ওই ব্যক্তির শরীরে একটি সাইটোকাইন ঝড় শুরু হয়। কিন্তু সেই সাইটোকাইন ক্ষরণ যখন ঝড়ের আকার ধারণ করে তখন তা শরীরের অন্য অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে। কোভিডের ক্ষেত্রে সাইটোকাইন স্টর্মে ফুসফুস আক্রান্ত হয়ে পড়ে। এর থেকে আক্রান্ত রোগীর প্রাণসংশয় পর্যন্ত হয়। এর থেকে আক্রান্ত রোগীর প্রাণসংশয় পর্যন্ত হয়। এই পরিস্থিতি থেকে টসিলিজ়ুমাবের মত ওষুধ বাঁচাতে পারে রোগীর জীবন। কিন্তু সুইজারল্যান্ডের রসে ফার্মার তৈরি এই ওষুধর ভারতীয় বাজারে প্রতি ভায়ালের দাম ৪০হাজার টাকা। এই বিপুল দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আর এই জায়গাটিতেই কাজ করছে হায়দ্রাবাদের হেটেরো ফার্মা।