South Dinajpur: আদিবাসীর জমি দখলের অভিযোগ!
আদিবাসী সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাট পুরসভার শান্তিকলোনিতে। অভিযোগ, দখল করা জমিতে তৈরি পাঁচিল ভেঙে দেয় আদিবাসী সম্প্রদায়ের কয়েকশো সশস্ত্র মানুষ।
আদিবাসী সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাট পুরসভার শান্তিকোলনিতে। অভিযোগ, দখল করে তৈরি করা সীমানার প্রাচীর ভেঙে দেওয়া হয়৷ কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ তীর ধনুক সহ সশস্ত্র অবস্থায় এসে সেই সীমানার প্রাচীর ভেঙে দেয়। পুলিশ বাঁধা দিলে এ নিয়েই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে এই ঘটনায় পুলিশ বাধা দিতে গেলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরে অভিযোগ তোলা ব্যক্তি ও আদিবাসী সংগঠনের নেতাদের নিয়ে পুলিশ ও পুরসভা আধিকারিকরা বৈঠক করেন। এদিকে ঘটনার পর থেকে বাড়িতে তালা মারা প্রতিবেসী তিন জনের বাড়ি। জানা গেছে, বালুরঘাট পুরসভার শান্তিকলোনি এলাকায় দীনবন্ধু পাহান নামে এক আদিবাসী বিএসএফ কর্মীর বাড়ির জায়গা দখল করার অভিযোগ ওঠে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। ওই বিএসএফ কর্মীর অভিযোগ বিষয়টি বালুরঘাট পুরসভাকে জানিও কোনো সুরাহা মেলেনি। সাত শতক জমির মধ্যে ৪ শতক জমি দখল করে প্রতিবেশী সুবোধ সরকার, শিশির সরকার ও অর্জুন সরকার। পুরসভা কেন্দ্রে জানিয়ে কোন লাভ না হয় আজ শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেই জমি দখল নেওয়ার জন্য এলাকায় জমায়েত হন। এমনকি অবৈধ দখল জমি উদ্ধারের জন্য সীমানার দুটি প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে বালুরঘাট থানার প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরবর্তীতে মীমাংসার জন্য দুই পক্ষ আলোচনায় ডাকা হবে বলে বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে।