Asansol News: প্রথম দিনেই বারাবনিতে সিপিএমের নমিনেশন ফর্মের ডিসিআর রশিদ কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 10, 2023 | 4:01 PM

প্লিকেট কার্বন রিসিপ্ট অর্থাৎ ডিসিআর রশিদ দেখালেই নমিনেশনের ফর্ম পাওয়া যায়। সেই ডিসিআর রশিদ কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বারাবনির পঞ্চায়েত অফিসে বলে সিপিআইএম নেতৃত্ব দাবি করেন। বামেদের মোট ১৫ টি রশিদ কেড়ে নেয় তৃণমূল বাহিনী বলে অভিযোগ। ১১ টি গ্রাম পঞ্চায়েত ও ৪ টি সমিতির প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়া হয়।

পশ্চিম বর্ধমান জেলায় জেলা পরিষদের ১৮ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। আসানসোলের দলীয় কার্যালয়ে প্রেস কনফারেন্স করে এই তথ্য দিলেন সিপিআইএম জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্ট চেয়ারম্যান গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বামফ্রন্ট সব আসনে প্রার্থী দিতে পারেনি। কিন্তু এবার ১০০ শতাংশ আসেনেই তারা প্রার্থী দেবেন বলে জানান। তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত গণতান্ত্রিক দলগুলিকে একত্রিত হয়ে লড়াইয়ে ডাক দিল বামফ্রন্ট। কংগ্রেসকেও আহ্বান জানানো হয়েছে। সিপিআইএম জেলা সম্পাদকের দাবি কংগ্রেস বা অন্য গণতান্ত্রিক দলগুলি তাদের আহ্বানে সাড়া দিলে আসন সমঝোতা হবে। প্রয়োজনে যেখানে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা সেই নাম প্রত্যাহারও করে নেওয়া হবে। আপাতত সেই পথ খোলা রেখে পশ্চিম বর্ধমান জেলা বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করল শুক্রবার। তবে প্রেস কনফারেন্স চলাকালীন জেলা নেতৃত্বর কাছে ফোন আসে বারাবনিতে প্রার্থীরা নমিনেশন তুলতে বাধা পাচ্ছেন। নমিনেশন ফর্ম তোলার জন্য টাকা জমা করে ডিসিআর রশিদ কাটতে হয়। ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট অর্থাৎ ডিসিআর রশিদ দেখালেই নমিনেশনের ফর্ম পাওয়া যায়। সেই ডিসিআর রশিদ কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বারাবনির পঞ্চায়েত অফিসে বলে সিপিআইএম নেতৃত্ব দাবি করেন। বামেদের মোট ১৫ টি রশিদ কেড়ে নেয় তৃণমূল বাহিনী বলে অভিযোগ। ১১ টি গ্রাম পঞ্চায়েত ও ৪ টি সমিতির প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়া হয়। তবে ডিসিআর কেড়ে নেওয়া হবে এই আশঙ্কায় আগেই রশিদগুলির ছবি তুলে রেখেছিল বামকর্মীরা। সেই রশিদের ছবিগুলিও জেলাশাসককে পাঠানো হয়। জেলাশাসককে ইতিমধ্যেই অভিযোগ জানান বামেরা। বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়েছে শুক্রবার থেকে নমিনেশন ফর্ম তোলা ও জমার দিন। আর প্রথম দিনেই নমিনেশন ফর্ম তুলতে বাধার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেন। সিপিএমের অপপ্রচার বলে দাবি করে বারাবনি তৃণমূল।