My India My LiFE Goals: ই-বর্জ্যের পরিমাণ কমান

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 08, 2023 | 8:03 PM

ই-বর্জ্যের পরিমাণ কমান। ই-বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকারক। স্বাস্থ্যর জন্যও ক্ষতিকারক ই-বর্জ্য। অন্যান্য বর্জ্যের থেকে আলাদা রাখুন ই-বর্জ্য। রিসাইকল করা যায় এমন ইউনিটেই ই-বর্জ্য ফেলুন

ই-বর্জ্যের পরিমাণ কমান। ই-বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকারক। স্বাস্থ্যর জন্যও ক্ষতিকারক ই-বর্জ্য। অন্যান্য বর্জ্যের থেকে আলাদা রাখুন ই-বর্জ্য। রিসাইকল করা যায় এমন ইউনিটেই ই-বর্জ্য ফেলুন। খারাপ ইলেকট্রনিক যন্ত্রপাতি যেখানে-সেখানে ফেলবেন না। রিচার্জেবল লিথিয়াম সেল ব্যবহার করুন। ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন।