Belgharia Fake Gold News: নকল সোনার গয়না বিক্রি করতে এসে আসল সোনার গয়না হাতানোর চেষ্টা! আটক যুবক
সকাল বেলা বেলঘরিয়ার এক সোনার দোকানে ৩৯ বছররের এক যুবক বিক্রম চৌধুরী নামে আসেন বেশ কিছু কানের দুল আর গহনা নিয়ে । দোকানের মালিক টগোর পোদ্দার গহনা গুলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন নকল সব গহনা। তখন তিনি যুবকটিকে আটকে রেখে বেলঘরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ
নকল সোনার গহনা বিক্রি করতে এসে আটক করে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার বিভার মোড় সংলগ্ন এক সোনার দোকানে। সকাল বেলা বেলঘরিয়ার এক সোনার দোকানে ৩৯ বছররের এক যুবক বিক্রম চৌধুরী নামে আসেন বেশ কিছু কানের দুল আর গহনা নিয়ে । দোকানের মালিক টগোর পোদ্দার গহনা গুলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন নকল সব গহনা। তখন তিনি যুবকটিকে আটকে রেখে বেলঘরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ যুবকটিকে বেশ খানিকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, অভিযুক্ত বিক্রম চৌধুরী নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়া কাংগুলি ঘাট, ঠাকুরবাড়ি রোড এলাকার বাসিন্দা। বেশ কিছু গহনা হলমার্ক থাকা সত্বেও এত দুর এলাকায় এসে বিক্রি করা নিয়ে সন্দেহ হওয়ায় সোনার দোকানের মালিক টেগর পোদ্দার গহনা পরীক্ষা করে দেখেন সব গহনা নকল। আর তারপরই বেলঘরিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত বিক্রম চৌধুরীকে গ্ৰেপ্তার করে।