FIFA World Cup 2022: বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারে প্রথম ভারতীয় চ্যানেল হিসেবে পৌঁছে গেল TV9 বাংলা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 16, 2022 | 5:46 PM

বিশ্বকাপের সব খবর, সবার আগে দেখতে চোখ রাখুন TV9 বাংলা-য় কারণ, বিশ্বকাপেও আমরা 'প্রথম থেকেই প্রথমে'।

বিশ্বকাপের উন্মাদনা এ বার আপনাদের ড্রয়িংরুমে। ভারতের প্রথম কোনও সংবাদমাধ্যম হিসেবে কাতারে পৌঁছে গেল TV9 বাংলা। বিশ্বকাপের কাতারে আনাচে কানাচে কী চলছে সব খবর জানাবে TV9 বাংলা। কাতার সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য রইল আপনাদের জন্য, জেনে নিন এক নজরে। ২০১০ সালের ডিসেম্বর মাসে কাতার যখন বিশ্বকাপের বিড পেয়েছিল, তখনকার কাতার, আর এখনকার কাতারের মধ্যে কতটা মিল রয়েছে জানেন? বিশ্বকাপের সব খবর, সবার আগে দেখতে চোখ রাখুন TV9 বাংলা-য়> কারণ, বিশ্বকাপেও আমরা ‘প্রথম থেকেই প্রথমে’। কাতারের মূল জনসংখ্যা ৩০ লক্ষ। সেই ৩০ লক্ষ জনসংখ্যার মধ্যে মাত্র ৩ লক্ষ কাতারিয়ান। সেখানে বাঙালিও রয়েছেন প্রচুর। এই কাতার ফুটবল বিশ্বকাপকে একটা নতুন মঞ্চে, নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় তুলে ধরতে চাইছে।

 

Published on: Nov 16, 2022 05:45 PM